ভারতকে হারানোর ঐতিহাসিক জয়ের প্রতিফলন মিলল ফিফার নতুন র্যাংকিংয়েও। পুরুষ ফুটবলের সর্বশেষ তালিকায় ১৭ পয়েন্ট যোগ করে বাংলাদেশ উঠে এসেছে ১৮০ নম্বরে—নয় বছর পর এই অবস্থানে ফেরত এল লাল–সবুজরা।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ পুরুষ ফুটবলের র্যাংকিং প্রকাশ করেছে। এশিয়ান কাপ বাছাইয়ে হোম ম্যাচে ভারতকে হারানোর সুফল পেয়েছে বাংলাদেশ। আগের ৮৯৪ পয়েন্টের সঙ্গে যোগ হয়েছে আরও ১৭ পয়েন্ট। মোট ৯১১ পয়েন্ট নিয়ে বাংলাদেশ উঠে এসেছে ১৮৩ থেকে ১৮০ নম্বরে।
২০১৬ সালের মে মাসে বাংলাদেশের র্যাংকিং ছিল ১৭৮। এরপর জুনে তা নেমে যায় ১৮১-এ। পরের বছরগুলোতে র্যাংকিং আরও ধসে ১৯৭ পর্যন্ত নেমেছিল। মাঝে মধ্যে সামান্য উন্নতি হলেও গত কয়েক বছর বাংলাদেশ অবস্থান করছিল মূলত ১৮৩ থেকে ১৮৭-এর মধ্যেই। দীর্ঘ নয় বছর পর অবশেষে ১৮০ স্পর্শ করল জামাল-হামজারা।
অন্যদিকে বাংলাদেশ যে দলটিকে হারিয়ে এই উন্নতির স্বাদ পেল, সেই ভারতই র্যাংকিংয়ে পিছিয়েছে। বাংলাদেশ থেকে ৪৭ ধাপ এগিয়ে থাকা ভারত ১৩৬ থেকে নেমে গেছে ১৪২-এ—অবনতি হয়েছে ছয় ধাপ।




