কোচ পিটার বাটলারের ঘোষিত ২৯ সদস্যের দলে জায়গা পেয়েছেন ঋতুপর্ণা-মনিকা-শামসুন্নাহাররা, তবে সবশেষ সাফ জয়ী দলের একাধিক অভিজ্ঞ ফুটবলার আবারও উপেক্ষিত।

নারী  এশিয়ান কাপ সামনে রেখে ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কোচ পিটার জেমস বাটলারের ঘোষিত এই দলে জায়গা পেয়েছেন ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, শামসুন্নাহার জুনিয়র ও সিনিয়রসহ কয়েকজন নিয়মিত মুখ। তবে দলে নেই সাবিনা খাতুন, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার ও সানজিদা আক্তারের মতো অভিজ্ঞ ও সফল ফুটবলাররা, যা আবারও আলোচনার জন্ম দিয়েছে।

অস্ট্রেলিয়ায় আগামী ১ মার্চ শুরু হয়ে ২১ মার্চ পর্যন্ত চলবে উইমেন’স এশিয়ান কাপ। টুর্নামেন্ট সামনে রেখে বুধবার থেকে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। একই দিনে কোচ বাটলার সাফ অনূর্ধ্ব-১৯ উইমেন’স চ্যাম্পিয়নশিপ খেলাতে দল নিয়ে নেপালে পৌঁছান। রাতে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রাথমিক দল প্রকাশ করে বাফুফে।
ঘোষিত দলে নেই সর্বশেষ সাফ উইমেন’স চ্যাম্পিয়নশিপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য নিলুফা ইয়াসমিন নীলা, মাতসুশিমা সুমাইয়া ও সানজিদা আক্তারও। উল্লেখ্য, সাফ জয়ের পর গত বছর ৩০ জানুয়ারি সাবিনা খাতুনের নেতৃত্বে মোট ১৮ জন নারী ফুটবলার কোচ বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করেন। তাদের অভিযোগের মধ্যে ‘বডি শেমিং’-এর মতো গুরুতর বিষয়ও ছিল।

পরবর্তীতে নানা ঘটনা ও সমঝোতার পর মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা, রুপনা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও সিনিয়রদের জন্য জাতীয় দলের দরজা খুললেও সাবিনা-মাসুরা-কৃষ্ণা-সানজিদা গোষ্ঠী বাইরে থেকেই যান। এশিয়ান কাপের প্রাথমিক দলেও সেই অবস্থার পরিবর্তন হয়নি।

অথচ কদিন আগেই সাবিনা খাতুনের নেতৃত্বে বাংলাদেশ সাফ উইমেন’স ফুটসাল চ্যাম্পিয়ন হয়েছে। সেই দলে খেলেছেন নীলা, মাসুরা ও মাতসুশিমা সুমাইয়ারাও।

এশিয়ান কাপে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবে দল। এরপর ৬ মার্চ উত্তর কোরিয়া ও ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের মেয়েরা।

প্রাথমিক দল

শামসুন্নাহার জুনিয়র, মনিকা চাকমা, মারিয়া মান্দা, তহুরা খাতুন, শামসুন্নাহার সিনিয়র, মিলি আক্তার, সিনহা জাহান শিখা, তনিমা বিশ্বাস, রুমা আক্তার, হালিমা আক্তার, সুলতানা, উম্মে কুলসুম, নবিরন খাতুন, ফেরদৌসী আক্তার, কোহাতি কিসকু, আইরিন খাতুন, সুরমা জান্নাত, সাগরিকা, উমহেলা মারমা, রুপনা চাকমা, স্বর্ণা রানী মনডল, আফঈদা খন্দকার, শিউলি আজিম, স্বপ্না রানী, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্ণা চাকমা, নাদিয়া আক্তার জুই, অনিকা রানিয়া সিদ্দিকী ও উন্নতি খাতুন।

Previous articleএশিয়ান কাপের প্রস্তুতি শুরু, বয়সভিত্তিক সাফে কোচ বাটলার নেপালে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here