এইতো মাত্রই ভারতকে হারিয়ে নারী অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিল বাংলাদেশের মেয়েরা। নারীদের হাত ধরেই যেনো অপেক্ষা করছে নতুন করে বাংলার ফুটবলের নব্যজাগরণ। সেই মেয়েদের ফুটবলের পাইপলাইন সমৃদ্ধ করতে এবার তৃণমূলে নজর দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

২৫ ডিসেম্বর শনিবার থেকে শুরু হয়ে গিয়েছে ‘জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২১-২২’ এর প্রাথমিক পর্বের খেলা। দেশের ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো। এই প্রতিযোগিতায় ৪৭টি জেলা দলের সাথে আনসার ও ভিডিপিসহ মত ৪৮টি দল অংশ নিচ্ছে। শুক্রবার বাফুফে ভবনে স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে প্রতিযোগিতার বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করার লক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফিফা কাউন্সিল মেম্বার, বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য ও কমিটি ফর ওমেন্স ফুটবলের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এছাড়াও উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপের জেনারেল ম্যানেজার সৈয়দ ইকবাল আহমেদ, ম্যাক্স গ্রুপের পিডি কেসিএল ১৬৩এমডব্লিউ প্লান্টের জেনারেল ম্যানেজার ইলেকট্রিক্যাল সানাউল হক বকুল, বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, কমিটি ফর ওমেন্স ফুটবলের সদস্য গাজী সরোয়ার হোসেন বাবু ও সৈয়দ রিয়াজুল করিম এবং বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।




