‘এএফসি নারী এশিয়ান কাপ-২০২২’ এর বাছাইপর্ব ব্যর্থতা দিয়ে শুরু হলেও দ্বিতীয় ম্যাচে কোনো ভুল করতে চায় না বাংলাদেশ নারী ফুটবল দল। বাছাইপর্বের প্রথম ম্যাচে র্যাংকিংয়ে বহুধাপ এগিয়ে থাকা শক্তিশালী জর্ডানের মুখোমুখি হয় বাংলাদেশের নারী ফুটবলাররা। ম্যাচে ছোট ছোট ভুলগুলো কাল হয়ে দাঁড়িয়েছে,ফলস্বরূপ ৫-০ গোলের বড় পরাজয়।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আরেক শক্তিশালী দল ইরান। তবে দ্বিতীয় ভুল গুলো কাটিয়ে উঠার ব্যাপারের আশাবাদী বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন। তিনি বলেন, ‘গত পরশুদিন আমরা যে জর্ডানের বিপক্ষে ম্যাচ খেলেছি তাতে শুরু আমাদের ভালো ছিলো। ম্যাচের ৩৫ মিনিট পর্যন্ত আমরা তাদের সাথে সমানতালে লড়াই করেছি। কিন্তু ছোট ছোট ভুলগুলোর কারণেই আমরা গোল খেয়েছি। তবে আমাদের মেয়েরা তাদের সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করেছে। আগামীকাল আমাদের যে ম্যাচ রয়েছে আমরা চেষ্টা করবো প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে ভালোভাবে ম্যাচটি শেষ করার।’
অধিনায়ক সাবিনা খাতুনের মতো বাংলাদেশ নারী ফুটবল দলের হেডকোচ গোলাম রাব্বানী ছোটনও বলেছেন একই কথা। তিনি বলেন, ‘গত দুইদিন খেলা নিয়ে পর্যালোচনা ও মূল্যায়ন আমরা করেছি। মেয়েরা সবাই ভালোভাবে রিকোভারি করেছে।’
তিনি আরো বলেন, ‘আগামীকাল আমরা আরেক শক্তিশালী দল ইরানের মুখোমুখি হবো। র্যাংকিংয়ে তারা ৭২ নম্বরে আছে এবং এশিয়ার একটি ঐতিহ্যবাহী দল। তাই আশা করি যে এই ম্যাচে আমাদের মেয়েদের একটা ভালো অভিজ্ঞতা হবে। এছাড়া তারা গত ম্যাচের ভুলত্রুটিগুলো শুধরে ভালো একটি ম্যাচ উপহার দিবে এবং বড় একটি অভিজ্ঞতা অর্জন করবে।’