সামান্য ভুলের খেসারত দিতে হলো বাংলাদেশ পুরুষ ফুটবল দলকে। মিয়ানমারের বিপক্ষে পুরো ম্যাচে আধিপত্য বজায় রেখেও একটু ভুলের জন্য আত্মঘাতী গোল হজমের কারণে ১-০ গোলের হার দিয়ে এশিয়ান গেমসের যাত্রা শুরু করলো রহমত-ঈসারা।

আজ ১৯ শে সেপ্টেম্বর হাংজুর জিয়াওশান স্পোর্টস সেন্টারে এশিয়ান গেমসের প্রথম ম্যাচে মিয়ানমারের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচের পুরো ম্যাচের নিয়ন্ত্রণ রাখলেও ভাগ্যের পরিহাসে তাদেরকে পরাজয় বরণ করতে হলো। প্রথমার্ধে দুই দলই সমানে সমানে টক্কর দিলেও দ্বিতীয়ার্ধে চালকের আসন দখল করে রেখেছিলো বাংলাদেশ। ৬১ মিনিটে লিড নিতে পারতো বাংলাদেশ কিন্তু রবিউলের ফ্রি কিক থেকে আসা বলটি আটকিয়ে দেন মিয়ানমার গোলরক্ষক। ৬৭ মিনিট আত্মঘাতী গোল হজম করে বাংলাদেশ। মিয়ানমারের খেলোয়াড়ের ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজের জালে বল জড়িয়ে দেন মুরাদ হাসান।

৭৫ মিনিটে মিয়ানমারের খেলোয়াড়ের লাল কার্ড দেখলে দশজনের দলে পরিণত হয়ে যায় মিয়ানমার। দশজন নিয়ে বাংলাদেশের সাথে লড়াই চালিয়ে যায় মিয়ানমার। তাতে তারা সফলও হয়। বাংলাদেশকে শেষ ১৫ মিনিট ঠিকভাবেই আটকে রাখতে পেরেছিলো তারা ফলে ১-০ গোলে জয় পায় মিয়ানমার।

Previous articleএশিয়ান গেমস ফুটবল : বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ মিয়ানমার!
Next articleকিংসকে মাটিতে নামালো মাজিয়া!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here