অবশেষে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব বর্ধিত হলো জেমি ডে’র। আগে থেকেই চুক্তিটি হওয়া প্রায় নিশ্চিতই ছিলো। তবে আজ আনুষ্ঠানিক ঘোষনা এলো ব্রিটিশ কোচের সাথে চুক্তির নবায়নের বিষয়টির। চুক্তি অনুসারে আগামী ১৪ আগস্ট থেকে তৃতীয়বারের মতো তিনি দায়িত্ব নিতে চলেছেন।
চুক্তির বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘আমরা জেমি ডের সঙ্গে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি। আগামী দুই বছর অর্থাৎ ২০২২ আগস্ট পর্যন্ত ডেই থাকবেন জাতীয় দলের কোচ।’
এই বছর বাংলাদেশের ফুটবলের জন্য কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে। বিশ্বকাপ বাছাইপর্বে চারটি ম্যাচ খেলতে হবে। আগামী ৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আবার আন্তর্জাতিক ফুটবলে ফিরবে বাংলাদেশ।