পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোক গমন করলেন সাবেক ফুটবলার ওয়াহিদুজ্জামান ময়না। শুক্রবার রাতে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে কিছুদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর অবস্থার কিছুটা উন্নতি হলে বাসায়ও ফিরে আসেন তিনি। তবে শুক্রবার আবারও অসুস্থ হয়ে অবশেষে মারা যান এই সাবেক ফুটবলার। মৃত্যুর পূর্বে তিনি আরামবাগ ক্রীড়া সংঘের সাথে সংগঠক হিসেবে যুক্ত ছিলেন।

দেশের ফুটবলে তার রয়েছে এক অনন্য রেকর্ড। ময়না ঢাকার ফুটবলের একমাত্র ট্রিপল হ্যাটট্রিককারী ফুটবলার এমনটাই জানান তার তৎকালীন সতীর্থ বাফুফের সাবেক সদস্য ও আরামবাগ ক্রীড়া সংঘের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ আলমগীর। তিনি এক সংবাদ মাধ্যমকে বলেন,‘১৯৭৫ সালে আউটার স্টেডিয়ামের ২ নম্বর মাঠে দ্বিতীয় বিভাগ লিগের ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘ ৯-০ গোলে জিতেছিল বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। ৯ গোলই করেছিলেন ওয়াহিদুজ্জামান ময়না। আমি নিশ্চিত করেই বলছি ঢাকার ফুটবলে আর কেউ এক ম্যাচে ৯ গোল করতে পারেননি। আমি নিজেও ওই ম্যাচে খেলেছিলাম। আমরা এক সঙ্গে ১২ বছরের মতো খেলেছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here