গুঞ্জন থাকলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল ডিরেক্টর পদে বড় কোনো পরিবর্তন আসছে না। বর্তমানে দায়িত্বে থাকা সাইফুল বারী টিটুর সঙ্গে আরও ছয় মাসের জন্য চুক্তি নবায়ন করেছে বাফুফে। ফলে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকছেন তিনি।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে টিটুর মেয়াদ তিন মাস বাড়ানো হয়েছিল। আর তার টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে পথচলা শুরু হয়েছিল ২০২৪ সালের মার্চে, কাজী সালাউদ্দিনের আমলে। তখন এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, যা শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের মার্চে।

এদিকে কয়েকদিন আগে বাফুফে টেকনিক্যাল ডিরেক্টরসহ সাতটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। তখনই গুঞ্জন ওঠে, জাতীয় দলের সাবেক ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ হয়তো আবারও দায়িত্বে ফিরছেন। তার নাম আলোচনায় থাকলেও, দীর্ঘদিন ফুটবলের বাইরে থাকায় এবং সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষাপটে তার নিয়োগ আপাতত স্থগিত রেখেছে ফেডারেশন।

ফলে বাফুফে আপাতত সিদ্ধান্ত নিয়েছে—পরিচিত মুখ টিটুই থাকছেন এই ভূমিকায়। এই সময়ের মধ্যে তারা নতুন বছরের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, তখন হয়তো বিদেশি কাউকে আনার পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে।

Previous articleদুয়োধ্বনি খেয়ে স্টেডিয়াম ছাড়লেন ক্যাবরেরা!
Next articleপ্রবাসীদের ট্রায়াল সম্পর্কে যা বললেন সাইফুল বারী টিটু!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here