১৫ জুলাই শেষ হতে যাচ্ছে বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান উইঙ্গার রবসন রবিনহো’র চুক্তি। এক বছরের জন্য ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স থেকে লোনে বাংলাদেশের ক্লাবটিতে যোগ দেন তিনি। তাই দেশের ফুটবল প্রেমীদের মাঝে প্রশ্ন, এখনই কি চলে যাবেন রবসন? কেননা সামনে রয়েছে কিংসে এএফসি কাপ মিশন। তাই তাকে নিয়ে চিন্তিত সকলেই।

তবে চিন্তার অবসান করেছে বসুন্ধরা কিংস। আরো তিন মাস ব্রাজিলিয়ান এই ফুটবলারের সাথে চুক্তি বাড়িয়েছে ক্লাবটি। বিষয়টি অফসাইডকে নিশ্চিত করেন ক্লাবটির মার্কেটিং ও মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক। তিনি বলেন, ‘যেহেতু সিজন শেষ হতে এখনও সময় বাকি আছে তাই সিজন শেষ হওয়ার আগে পর্যন্ত আমরা লোন এক্সটেন্ড করে নিয়েছি।’

ইতিমধ্যে চলমান লিগে নিজের প্রাধান্য বিস্তার করেছেন রবসন। ১৫ গোল করে রয়েছেন সেরা গোলদাতাদের তালিকার শীর্ষে। কিংসের বিরুদ্ধে ম্যাচগুলোতে তাকে নিয়ে আলাদাভাবে ছক তৈরি করতে হয় বিপক্ষ দলের কোচদের। এমন একজন খেলোয়াড়কে অবশ্যই হারাতে চাইবে না কিংস। কিংসের সমর্থকদের তাই চিন্তা, আগামী মৌসুমও কি থাকবেন রবসন?

এই বিষয়ে অবশ্যও এখনও কোন পরিকল্পনা নেয়নি বসুন্ধরা কিংস। আহমেদ শায়েক বলেন, ‘পরবর্তী মৌসুম শুরু হওয়ার আগে পরিস্হিতি বুঝে আমরা সিদ্ধান্ত নিব। ওকে পাওয়া যাবে কিনা সেই বিষয়ে ফ্লুমিনেন্সের সাথে এবং রবসনের সাথে কথা বলতে হবে।’

Previous articleবিসিএলে কাওরান বাজারের বড় জয়!
Next articleনারী লিগে জয় পেয়েছে কিংস, ব্রাহ্মণবাড়িয়া ও আতাউর রহমান এসসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here