কিছুদিন যাবত কলকাতা মোহামেডানে বাংলাদেশের পোস্টাবয় জামাল ভুঁইয়া যোগ দিচ্ছেন এমন খবরে মুখরিত সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। কিছু সূত্র অনুযায়ী জামাল প্রায় নিশ্চিত কলকাতা চলে যাচ্ছেন বলে খবর রটেছিলো। কিন্তু সমর্থকরা অপেক্ষায় ছিলো জামালের মুখে শোনার। অবশেষে আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসে সংবাদ মাধ্যমের সাথে এই বিষয়ে কথা বলেন জামাল।

দলবদলের বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, ‘প্রস্তাব পাওয়ার আগ পর্যন্ত এই ব্যাপারটি এখনও শুধুই গুজব। আমি এখনও কোনো প্রস্তাব পাইনি। এটা এখনও গুজব। তবে আমি যদি এখন চুক্তির কোনো প্রস্তাব পাই, তাহলে হয়ত কথা বলে দেখবো।’

তবে প্রস্তাব পেলে কি তিনি কলকাতা মোহামেডানে যাবেন?- এমন প্রশ্নের উত্তরে জামাল বলেন, ‘আগে ওদের প্রস্তাবটা দেখতে হবে। ভালো চুক্তির প্রস্তাব পেলে অবশ্যই ভেবে দেখব, আর একইরকম চুক্তি হলে বাংলাদেশেই কেন থাকব না?’

Previous articleকরোনা আক্রান্ত নেপালের চার ফুটবলার!
Next articleকে হচ্ছেন বাফুফে’র চতুর্থ সহ-সভাপতি!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here