বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২০২৫ সালের জন্য প্রায় ৬২ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে। গতকাল অনুষ্ঠিত কমিটির সভায় সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বে এই বাজেট পাশ হয়। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পাঁচ মাস পর এ বাজেট অনুমোদন করা হলো।

গত ২৬ অক্টোবর উপস্থাপিত ৬১ কোটি ৫২ লাখ টাকার বাজেটটি কাগজপত্রে ঘাটতির কারণে পাশ হয়নি। তখন বাজেটের আয়-ব্যয়ের হিসাব মাত্র এক পৃষ্ঠায় ছিল, যা এখন প্রায় একশ পৃষ্ঠায় বিস্তৃত হয়েছে।

২০২৫ সালের অনুমোদিত বাজেটে সম্ভাব্য ব্যয়ের বিপরীতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৫৭ কোটি টাকা, ফলে প্রায় ৫ কোটি টাকার ঘাটতি থাকছে। বাজেটের ৮০ শতাংশ বিভিন্ন টুর্নামেন্টের জন্য বরাদ্দ রাখা হয়েছে, বাকি ২০ শতাংশ কোচ, স্টাফদের বেতনসহ প্রশাসনিক কাজে ব্যয় করা হবে।

আয়ের উৎসগুলোর মধ্যে রয়েছে স্পন্সরশিপ, সম্প্রচার স্বত্ব এবং ফিফা ও এএফসি থেকে নিয়মিত পাওয়া অনুদান। ফিফা থেকে প্রায় ১৫ কোটি টাকা এবং এএফসি থেকে প্রায় ৬ কোটি টাকা অনুদান আসতে পারে।

সভায় জাতীয় দল ও বয়সভিত্তিক পর্যায়ের ফুটবলারদের ইনজুরি মোকাবিলায় স্বাস্থ্য সহায়তা প্রদানের সিদ্ধান্ত হয়েছে। খেলোয়াড়দের জন্য বীমার ব্যবস্থা করতে একটি ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে শিগগিরই চুক্তি হবে। একসময় বাফুফের সঙ্গে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পার্টনার হিসেবে ছিল।

ঢাকার বিভিন্ন স্কুল ফুটবল নিয়ে বিস্তারিত আলোচনা হয় সভায়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী এপ্রিলের মাঝামাঝিতে স্কুল ফুটবল প্রতিযোগিতা শুরু হবে। এছাড়া অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএল) এবং তৃণমূল পর্যায়ের ফুটবল উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে।

এছাড়া সভায় বাফুফের মানবসম্পদ (এইচআর) নীতিমালা অনুমোদিত হয়েছে। তবে রেফারিজ কমিটি গঠনের বিষয়ে কোনো আলোচনা হয়নি।

Previous articleমুখ খুললেন ফাহামিদুল, স্বপ্ন এখনো বেঁচে আছে 
Next articleউদার মনের পরিচয় দিলেন ফাহমিদুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here