নিজেদের হারিয়ে খুঁজছে বসুন্ধরা কিংস। ক্লাবটি প্রতিষ্ঠার পর থেকে এটি তাদের সবচেয়ে কঠিন মৌসুমগুলোর একটি। সম্ভাব্য তিন ট্রফির দুটি অবশ্য জিতেছে তারা, কিন্তু এই সংখ্যা তাদের দূরাবস্থার আসল চিত্র তু্লে ধরে না।
সেই হতাশার ধারাবাহিকতায় এবার কিংসকে চমকে দিল বাংলাদেশ পুলিশ এফসি। গত জানুয়ারিতে কিংসের কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয় পুলিশ। কিন্তু সেই পুলিশের কাছে এবার হারতে হলো ১-০ ব্যবধানে। শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে পুলিশের হয়ে একমাত্র গোলটি করেন দীপক রায়।
প্রথমার্ধে উভয় দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় পুলিশ এফসি। ম্যাচের ৫০ মিনিটে ম্যাথিউজ বাবলুর একটি শট বসুন্ধরা কিংসের গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ প্রথমে ঠেকাতে পারলেও ফিরতি বলে দীপক রায় গোল করে দলকে এগিয়ে দেন। এরপর গোল শোধে মরিয়া হয়ে ওঠে কিংস। কিন্তু পুলিশের গোলকিপার রাকিবুল তুষারের দৃঢ়তায় ব্যর্থ হয় কিংস আক্রমণভাগ। ৫৭ মিনিটে মজিবুর রহমান জনি ও রাকিব হাসানের দুটি শক্তিশালী শট ঠেকিয়ে দেন তিনি।
৭৭ মিনিটে আবু সাইদের নেওয়া ফ্রি কিক রক্ষণ দেয়াল ও শ্রাবণের গ্লাভস ছুঁয়ে ক্রসবারে আঘাত করে। তবে ভাগ্য সহায় না হওয়ায় ব্যবধান বাড়াতে পারেনি পুলিশ। নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক আগের মিনিটে ইনসান আলি বল জালে পাঠালেও রেফারির অফসাইড সিদ্ধান্তে বাতিল হয় সেই গোল। হতাশায় মুখ ঢাকেন বসুন্ধরা কিংসের ফরোয়ার্ডরা।
এই জয়ে লিগে সপ্তম জয় তুলে নিল বাংলাদেশ পুলিশ এফসি। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট এখন ২৩, অবস্থান পঞ্চম। আর চতুর্থ হারের স্বাদ পাওয়া কিংস ২৫ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের তৃতীয় স্থানে।