ফেডারেশন কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফকিরেরপুলকে ৩-০ গোলে হারিয়ে জয় পেয়েছে আবাহনী লিমিটেড। বিরতির আগে আক্রমণ গড়লেও গোলের দেখা পাচ্ছিল না দলটি। তবে বিরতির পর ছিল এক ভিন্ন আবাহনী। তাদের আক্রমণ প্রতিপক্ষকে পুরোপুরি বিধ্বস্ত করে। মাত্র ৬ মিনিটের ঝড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা।

৬৫ মিনিটে পেনাল্টি থেকে গোলের মাধ্যমে ডেডলক ভাঙেন অভিজ্ঞ ডিফেন্ডার ইয়াসিন খান। এনামুল গাজীর ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে ট্যাকল হওয়ায় পেনাল্টি দেন রেফারি নাসির উদ্দিন। ইয়াসিন সেই সুযোগ কাজে লাগিয়ে জাল কাঁপান।

এর দুই মিনিট পর, ৬৭ মিনিটে, ওভারল্যাপ করে উঠে দারুণ এক গোল উপহার দেন হাসান মুরাদ। এরপর ৭১ মিনিটে তৃতীয় গোলটি করেন মাহাদী ইউসুফ। ডান দিক দিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের জোরালো শটে গোল করে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান তিনি।

ময়মনসিংহে অনুষ্ঠিত অন্য ম্যাচে রহমতগঞ্জ এমএফএস ৩-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে পরাজিত করেছে। ম্যাচের ৩২ মিনিটে মিশরের মোস্তফা আব্দুল খালেক ওয়ান-টু খেলে এবং প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে গোল করেন।

৪১ মিনিটে রায়হানের লম্বা থ্রো ইন থেকে জীবনের শট প্রতিপক্ষ ডিফেন্ডার ক্লিয়ার করলেও স্যামুয়েল বোয়েটেং রিবাউন্ড থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ৭২ মিনিটে মাহমুদুল কিরনের কাটব্যাক থেকে ফাহিম নূর তোহা প্লেসিং শটে ম্যাচের শেষ গোলটি করেন।

এই জয়ের ফলে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সমান অবস্থানে আছে আবাহনী লিমিটেড ও রহমতগঞ্জ। ৫ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুই দল মুখোমুখি হবে। সেই ম্যাচেই নির্ধারণ হবে কে হবে গ্রুপ চ্যাম্পিয়ন।

Previous articleসমন্বয় করে উন্নতির লক্ষ্য ডেভেলপমেন্ট কমিটির
Next articleমাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ফেনী ফুটবল ফিয়েস্তার টুর্নামেন্ট আয়োজন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here