সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশে আসতেছে চলেছে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল এবং প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে বেঁছে নিয়েছে আর্জেন্টিনা। ক্রীড়া সাংবাদিক হারনান কাস্টিলোর তার অফিশিয়াল টুইটার একাউন্টে এক টুইট বার্তায় আর্জেন্টিনা দলে বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত।

প্রথমে আর্জেন্টিনা দলের বাংলাদেশে আসার ব্যাপার ধোঁয়াশা তৈরি হলেও,অবশেষে বাংলাদেশের মাটিতে প্রীতি ম্যাচ খেলবে স্কলানির শিষ্যরা। আগামী জুনের ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে।

এছাড়াও কাস্টিলোর তার টুইট বার্তায় ভিন্ন চমকও দিয়েছেন। আগে একটি প্রীতি খেলার কথা থাকলেও এখন দুইটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা দল। দুইটি প্রীতি ম্যাচের মধ্যে একটি ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে এবং অন্যটিতে এশিয়ার অন্য কোনো দলের বিপক্ষে মাঠে নামবে মেসি বাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here