নতুন মৌসুমে নিজেদের পুরোনো জৌলুশ ফেরানো পণ করে মাঠে নেমেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। লীগ এবং ফেডারেশন কাপে একের পর এক প্রতিপক্ষের বিপক্ষে জয় তুলে তারই জানান দিচ্ছে সাদা-কালো শিবির। আজ লীগে ফর্টিস এফসি মুখোমুখি হয়েছিলো মোহামেডান ;ম্যাচে ১-০ তে জয় পেয়েছে তারা।
নিজেদের অধিপত্যের কথা বিবেচনা করে শুরু থেকে খেলা চালিয়ে যাচ্ছিলো মোহামেডান। অন্যদিকে ফর্টিস এফসিও বুঝেশুনে খেলছিলো। ১৭ মিনিটে ম্যাচে এগিয়ে যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর্নেস্ট বোথেং এর পাস থেকে খানিকটা এগিয়ে গোলমুখে বলকে প্লেস করেন ইমানুয়েল সানডে। তাতে সফল হন এই নাইজেরিয়ান ফরোয়ার্ড।
৪০ মিনিটের মাথায় লিড বাড়াতে পারতো মোহামেডান। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের উজবেক মিডফিল্ডার মুজাফর মুজাফরোভের উঁচু করে বাড়ানো ক্রস থেকে বল পেয়ে শট নেন আর্নেস্ট বোথেং। তবে অল্পের জন্য বল গোলবারের উপর দিয়ে চলে যায় মাঠের বাইরে।
দ্বিতীয়ার্ধে লিড বাড়াতে মাঠে নামে মোহামেডান। ৬৫ মিনিট চলাকালে সুযোগও আসে। তবে বামপ্রান্ত দিয়ে আক্রমণে উঠে আসা আরিফ বক্সের ভেতরে ঢুকে ফর্টিসের দুইজনকে পাশ কাটিয়ে বল বাড়িয়ে দেন ইমানুয়েল সানডের উদ্দেশ্যে;সানডে বল পেয়ে কিছুটা অপ্রস্তুত অবস্থাতেই শট নেন এতে সেই যাত্রায় রক্ষা পায় ফর্টিস। ফর্টিস এফসিও গোল শোধের চেষ্টা চালায়।
৬৬ মিনিটে গোল করেন ফর্টিস এফসির গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর সার। তবে অফসাইডের কারণে বেঁচে যায় মোহামেডান। শেষের দিকে গোলশোধের আরো কিছু চেষ্টা চালায় ফর্টিস তবে তাতে কিছু প্রভাব পড়ে নি। ফলে শেষ পর্যন্ত ১-০ তে জয় পায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই জয়ে ৫ ম্যাচের ৫ টি জয়ে লীগের পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে তারা।
অন্যদিকে বিপিএলে প্রথম জয়ের দেখা পেয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। আজ তারা চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে মাঠে নেমেছিলো। চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে করেছে তারা। ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের হয়ে একমাত্র গোলটি করেন সাকিল আলী।