অথিতি হিসেবে বাংলাদেশে আসছে ফুটবল বিশ্বকাপের ট্রফি। আগামীকাল সকাল ১০:৪৫ মিনিটে চার্টাড বিমান যোগে ফিফার ৭ জন প্রতিনিধিসহ ফুটবল বিশ্বকাপের মূল ট্রফি বাংলাদেশে পৌঁছাবে। ৭ জন প্রতিনিধির মধ্যে রয়েছে ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের ডিফেন্সিভ মিডফিল্ডার ক্রিস্টিয়ান কারেমবুলালি।

বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আসার প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম সোহাগ বলেন, ‘এতোদিন ধরে আমরা বিভিন্ন সময়ে শিডিউলের কথা বলেছি তার ফাইনাল ভার্সনটা হচ্ছে আগামীকাল সকাল ১০:৪৫ ঘটিকায় চার্টাড ফ্লাইটযোগে ফুটবল বিশ্বকাপের মূল ট্রফি ফিফার ৭ জন প্রতিনিধিসহ বাংলাদেশে আসবে। ৭ জনের মধ্যে থাকবে ফিফা লিজেন্ড মিস্টার ক্রিস্টিয়ান কারেমবুলালি। সেখানে আমরা বাফুফে ও কোকাকোলা বাংলাদেশের পক্ষ থেকে বাফুফে সভাপতি জনাব কাজী সালাউদ্দিনসহ উপস্থিত থেকে ট্রফিটা রিসিভ করবো।’

আগামীকাল ফিফা বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আসা উপলক্ষ্যে দুইটি হাইপ্রোফাইল মিটিং রয়েছে। এই প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক বলেন, ‘আগামীকাল ট্রফি বরণ করে নেওয়া উপলক্ষ্যে আমাদের৷ বড় দুইটি সৌজন্য সাক্ষাৎ রয়েছে। প্রথমে বিকাল ৪:০০ ঘটিকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির বাসভবন ‘বঙ্গভবন’-এ বাফুফের সভাপতিসহ বাফুফের অফিশিয়ালগণ, কোকাকোলা বাংলাদেশের অফিশিয়াল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, সম্মানিত সচিব, ক্যাবিনেট সেক্রেটারি এবং ফিফা প্রতিনিধি দলসহ সবাই মিলে মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবো। ‘বঙ্গভবন’-এ ট্রফি পর্ব শেষে আমরা সন্ধ্যা ৭:০০ ঘটিকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য প্রধানমন্ত্রীর বাসভবন ‘গণভবনে’ যাবো৷ সেখানেও ট্রফি বরণে নেওয়ার আনুষ্ঠানিকতা ও সৌজন্য সাক্ষাৎ রয়েছে। ’

দুইটি বড় সৌজন্য সাক্ষাৎ সমাপ্ত করে এই ট্রফিকে নিয়ে কোলাকোলা বাংলাদেশের পক্ষ থেকে আমন্ত্রিত কিছু অথিতি সহকারে একটি এক্সক্লুসিভ ডিনারের আয়োজন করা হয়েছে। এরপর আগামী ৯ ই জুন বিকাল ৫:৩০ মিনিটে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। দেশ বরণ্যে শিল্পীদের অংশগ্রহণে সেখানে কনসার্ট হবে। সবার ট্রফিকে ছুয়ে দেখার সুযোগ না থাকলেও ট্রফিকে দেখা ও ছবি তোলার সুযোগ থাকবে বলে জানান বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

Previous articleবাহরাইন ম্যাচে রক্ষণেই বেশি নজর বাংলাদেশের
Next articleপ্রতিপক্ষকে চমকে দিতে চান জামাল; ক্যাবরেরার চাওয়া স্বাভাবিক খেলা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here