বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল) আজ ছিল তিন ম্যাচ। যেখানে লিটল ফ্রেন্ডস ক্লাবের বিপক্ষে জয় তুলে নিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। তবে সমতায় শেষ হয়েছে ঢাকা রেঞ্জার্স এফসি-বিআরটিসি স্পোর্টস ক্লাব ও পিডব্লিউডি স্পোর্টস ক্লাব-সিটি ক্লাবের মধ্যকার ম্যাচ দুটি!

লিটল ফ্রেন্ডসের বিপক্ষে ফেভারিট ছিল আরামবাগ। একসময় বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিয়মিত ছিল ক্লাবটি। ম্যাচের ২৫তম মিনিটে লিটল ফ্রেন্ডসের জালে বল পাঠান আরামবাগের নাজিম উদ্দিন। দিনশেষে তার এই গোলই ব্যবধান গড়ে দেয়। বাকি সময় এই স্কোরলাইন ধরে রেখে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আরামবাগ।

এদিকে ঢাকা রেঞ্জার্স ও বিআরটিসির মধ্যকার ম্যাচটি শেষ হয়েছে ১-১ সমতায়। ম্যাচের গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে উত্তেজনা ছড়ায়। ৬৯তম মিনিটে আল-আমিন রহমান ঢাকা রেঞ্জার্সকে এগিয়ে দেন। তবে ৮৩তম মিনিটে রুবাইয়াত হোসেনের গোলে সমতায় ফেরে বিকেএসপির। এদিকে দিনের আরেক ম্যাচে গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব ও সিটি ক্লাব।

Previous articleঅ-২০ নারী সাফ আয়োজনে বাফুফের ভাবনায় চট্টগ্রাম!
Next articleভুটানের লিগে যাচ্ছেন রুপনা ও মাসুরা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here