আজ বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ (বিসিএল)-এ প্রথম রাউন্ডের শেষ দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শেষ দুই ম্যাচ জয় পেয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ এবং সিটি ক্লাব।
আজ ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছিলো আরামবাগ ক্রীড়া সংঘ। ম্যাচে রেঞ্জার্স এফসির বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে আরামবাগ। প্রথমার্ধের খেলা গোলশূন্য হয়; তবে দ্বিতীয়ার্ধে শুরুতে গোলের দেখা পায় আরামবাগ। আরামবাগের হয়ে একমাত্র গোলটি করেছেন নিক্সন চাকমা।
আরেক ম্যাচে মুখোমুখি হয়েছে বিআরটিসি স্পোর্টস ক্লাব ও সিটি ক্লাব। এই ম্যাচে জয় পেয়েছে সিটি ক্লাব। ম্যাচে সিটি ক্লাব বিআরটিসি স্পোর্টস ক্লাবকে ১-০ গোলে পরাজিত করেছে। সিটি ক্লাবের জার্সিতে জয়সূচক গোলটি করেছে মোহাম্মদ আকাশ শেখ