বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল) আজকের তিন ম্যাচে জয় তুলে নিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ, বাফুফে এলিট একাডেমি ও পিডব্লিউডি স্পোর্টস ক্লাব। এর মধ্যে এলিট একাডেমি ও পিডব্লিউডি শুরুতে গোল হজম করেও শেষ পর্যন্ত জয়ের স্বাদ পেয়েই মাঠ ছাড়ে। আর আরামবাগ শুরুতে গোল করে পরবর্তীতে লিড হারালেও শেষ পর্যন্ত জয়ের স্বাদ নিয়েই মাঠ ছাড়ে।

দিনে প্রথম ম্যাচে ২৩তম মিনিটে আরামবাগকে এগিয়ে দেন সফিকুল ইসলাম। দ্বিতীয়ার্ধে ৭৬তম মিনিটে মারুফ আহমেদ উত্তর বারিধারাকে সমতায় ফেরান। তবে মিনিট পাঁচেক পরেই নিক্সন চাকমার সফল পেনাল্টি আবারো আরামবাগকে লিড ফিরিয়ে দেয়। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা।

পুরান ঢাকার ক্লাব ফরাশগঞ্জের বিপক্ষে ম্যাচের ৫ম মিনিটেই পিছিয়ে পড়ে এলিট একাডেমি। গোল করেন তরিকুল ইসলাম। মিনিট দুয়েক পরেই জয় আহমেদ এলিট একাডেমিকে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধে ৪৯তম মিনিটে মাহফুজ ইসলামের গোলে লিড নেয় এলিট একাডেমি। শেষ পর্যন্ত এই স্কোরলাইন ধরে রেখে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা।

এদিকে দিনের আরেক ম্যাচে পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে ১৩তম মিনিটে সাব্বির আহমেদ ওয়ারী ক্লাবকে এগিয়ে দেন। এরপর ম্যাচের ৪১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে পিডব্লিউডিকে সমতায় ফেরান মিনহাজুল করিম স্বাধীন। প্রথমার্ধে ইনজুরি সময়ে রুমন হোসেনের গোলে লিড নেয় পিডব্লিউডি। এরপর দ্বিতীয়ার্ধে কোন দলই জালের ঠিকানা খুঁজে না পেলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা।

Previous article৫ বছরের জন্য জামাল-হামজাদের স্পন্সর ইউসিবি; আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর!
Next articleবাংলাদেশে পৌঁছালেন হামজা; ভারতকে হারানোর প্রত্যাশা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here