বাংলাদেশ চ্যাম্পিয়ন লীগ (বিসিএল)-এ আজকের দিনে বিআরটিসি স্পোর্টস ক্লাবের বিপক্ষে মাঠে নেমেছিলো লিটল ফ্রেন্ডস ক্লাব। ম্যাচে বিআরটিসির বিপক্ষে বড় জয় পেয়েছে লিটল ফ্রেন্ডস ক্লাব। বিআরটিসিকে ৬-০ গোলে পরাজিত করেছে তারা।

প্রথমার্ধের ১৪ মিনিটের মাথায় আত্মঘাতী গোলের বৌদলতে ম্যাচে ডেথলক ভাঙ্গে। আত্মঘাতী গোলটি করে বিআরটিসির মোহাম্মদ ইমন। প্রথমার্ধের একেবারে শেষের দিকে আরো দুইটি গোল করে লিটল ফ্রেন্ডস ক্লাব। গোল দুইটি আসে আমির আলী ও শফিক ইসলামের কাছ থেকে।

দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে আল মুরাদ গোল করলে ম্যাচের ব্যবধান দাঁড়ায় ৪-০ তে। ম্যাচের ৭৩ ও ৮৮ মিনিটে অরবিত রায় জোড়া গোল করলে ৬-০ গোলের বড় জয় লিটল ফ্রেন্ডস ক্লাব।

দিনের অন্য আরেক ম্যাচে মুখোমুখি হয়েছে সিটি ক্লাব ও ঢাকা রেঞ্জার্স ক্লাব। ম্যাচটিতে ঢাকা রেঞ্জার্স ক্লাবের কাছে ২-১ পরাজিত হয় সিটি ক্লাব। খেলায় সবগুলো গোলই আসে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ঢাকা রেঞ্জার্স ক্লাবের হয়ে গোল করেছে মোহাম্মদ রায়হান ও আল-আমিন রহমান। অন্যদিকে সিটি ক্লাবের হয়ে একমাত্র গোলটি করেন ইমন আলী শেখ।

Previous articleসাকিবের প্রসঙ্গে যা বললেন হামজা
Next articleইতালি ফিরলেন ফাহমিদুল, চোটে ছিটকে গেছেন সুশান্ত ও পাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here