বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএলে) আজকের দিনে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল মুখোমুখি হয়েছিলো। তবে দু দললই ম্যাড় মেড়ে ম্যাচ উপহার দিয়েছে। নিরুত্তাপ ম্যাচটি গোল শূন্য ড্রয়ে শেষ হয়েছে।
দিনের অপর ম্যাচে জয় পেয়েছে রেঞ্জারস এফসি। এলিট ফুটবল একাডেমিকে ০-২ গোলে পরাজিত করেছে তার। খেলার দ্বিতীয় অর্ধে দলের পক্ষে আরিয়ান সিকদার ৪৭ মিনিট ও ৫৬ মিনিটে গোল দুটি করেন। আর কোন গোল না হওয়ায় গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রেঞ্জারস ফুটবল ক্লাব।
দিনের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করেছে উত্তর বারিধারা ও লিটল ফ্রেন্ডস ক্লাব। উত্তর বারিধারা ক্লাবের পক্ষে ম্যাচের ৬৭ মিনিটে গোল করে সুজন বিশ্বাস দলকে এগিয়ে দেন। বারিধারা যখন জয়ের ক্ষন গনানা করছে ঠিক তখনই লিটল ফ্রেন্ডসের পক্ষে ৯৫ মিনিটের সময় গোল করে সমতা ফেরান নাহিদ হাসন। এর ফলে ড্র নিয়েই মাঠ ছাড়ে রেলিগেশন জোনের দুই দল।