বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএল) যেন হয়ে উঠেছে ফিক্সিং ম্যাচের বড় মঞ্চ। ক্লাবগুলোর বিপক্ষে অভিযোগ উঠেছে ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংয়ের। এই মৌসুমে সরাসরি বিসিএলে উর্ত্তীর্ণ হওয়া দুই ক্লাবের এতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে, ফলে দেশের ফুটবলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ফিক্সিং!

বিশেষ করে অভিযুক্ত আজমপুর ক্লাবের কোচ ও ম্যানেজারের পদত্যাগ, সাবেক তারকা খেলোয়াড় রোকুনুজ্জামান কাঞ্চন, কোচ কামাল বাবু ও উত্তরা ক্লাবের সাবেক কর্তা মিয়া ভাইয়ের নাম উঠে আসার পর শক্ত অবস্থানে যাচ্ছে ফেডারেশন। কিন্তু নবাগত আজমপুর ক্লাব ও গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের নামও অভিযুক্তের তালিকায় থাকায় সন্দেহের আঙ্গুল উঠছে ফেডারেশনের দিকেও।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতিমধ্যে অভিযোগ ক্লাবগুলোরকে চিঠি দিয়ে কারণ জানতে চেয়েছে। গত ২৪ মার্চ ফকিরেরপুল ইয়ংমেন্স ও গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবকে, ২৭ মার্চ কারওয়ান বাজার প্রগতি সংঘকে এবং ২ এপ্রিল উত্তরার আজমপুর ক্লাব ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে চিঠি দিয়েছে দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি।

ক্লাবগুলো থেকে চিঠির উত্তর দেয়া হয়েছে যা নিয়ে আজ বাফুফে’র পাতানো ম্যাচ সনাক্তকরণ কমিটির সভা অনুষ্ঠিত হবে।

Previous articleজোড়া ড্রয়ে শেষ বিপিএলের দশম রাউন্ড!
Next articleএশিয়ান কাপ বাছাইয়ের আগে প্রীতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here