২০২০ সালে জয়া চাকমা ফিফা রেফারি হিসেবে স্বীকৃতি পান। কিন্তু তার সাথে পরীক্ষায় উর্ত্তীর্ণ হয়েও স্বীকৃতি পাননি সালমা আক্তার মনি। মূলত বয়স কম হওয়ায় তাকে সেবার অনুমোদন দেয়া হয়নি। তবে সেই বিড়াম্বনা কাটিয়ে এই বছর ঠিকই আবার পরীক্ষায় উর্ত্তীর্ণ হয়ে ফিফা রেফারি হিসেবে অনুমোদন পেয়েছেন তিনি।
গতকালই ফিফা থেকে অনুমোদন পেয়েছেন মনি।বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বিষয়টি নিশ্চিত হন তিনি। ২০২১ সালে আন্তর্জাতিক ম্যাচে সহকারী রেফারি হিসেবে ম্যাচ পরিচালনার জন্য এখন প্রস্তুত তিনি।
অনুমোদন পেয়ে এখন ম্যাচ পরিচালনার অপেক্ষায় মনি, ‘আমি সহকারী রেফারি হওয়ার সুযোগ পেয়েছি। আন্তর্জাতিক নারী ফুটবল মঞ্চে ডাক পেলে আমার দুয়ার আরো খুলে যাবে।’