দলবদলের নির্ধারিত সময়ের মধ্যে খেলোয়াড় তালিকা জমা দিতে না পারায় ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে শোকজ নোটিশ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নোটিশের জবাব পাওয়ার পরই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার বাফুফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি সভায় বসে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে।

নিয়ম ভঙ্গ করায় কেন ক্লাবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে কারণ দর্শাতে রোববার দুপুর ১২টা পর্যন্ত সময় দিয়েছে ফেডারেশন। ফেডারেশন কাপে অংশগ্রহনের সম্মতিপত্র গত পহেলা ডিসেম্বর জমা দেয়ার কথা থাকলেও তা দেয়নি ক্লাবটি একটি সূত্র নিশ্চিত করে। এতে ক্লাবের পাশাপাশি বাফুফেও প্রশ্নবিদ্ধ। সম্মতি পত্র ছাড়াই কি তাহলে গ্রুপিং ও ফিক্সচার হয়েছে?

উল্লেখ্য যে, গত ১৫ ডিসেম্বর নতুন ফুটবল মৌসুমের দলবদলের শেষ সময় ছিলো। ব্রাদার্স ইউনিয়ন খেলোয়াড় তালিকা জমা দিয়েছে ১৭ ডিসেম্বর।

Previous articleবয়স বিড়ম্বনা ছাপিয়ে ফিফা রেফারি মনি
Next articleব্রাদার্স ইউনিয়নের নতুন চেয়ারম্যান মনোনয়ন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here