বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ২০২৪-২৫ মৌসুমে অংশ নিয়েছিল ১০টি ক্লাব। যেখানে সবাইকে ছাড়িয়ে শিরোপা জয় করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবার নতুন মৌসুমের জন্য দল গোছাচ্ছে ক্লাবগুলো। আসন্ন লিগে ক্লাবের সংখ্যা বাড়াতে রেলিগেশন না রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাফুফের পেশাদার লিগ কমিটি!

সাধারনত প্রিমিয়ার লিগের টেবিলের শেষ ২ দল দল রেলিগেটেড হয়ে নেমে যায় চ্যাম্পিয়নশিপ লিগে। আর চ্যাম্পিয়নশিপ লিগের শীর্ষ ২ দল সুযোগ পায় প্রিমিয়ার লিগে। গত মৌসুমের পয়েন্ট টেবিল অনুযায়ী বিসিএল থেকে বিপিএল খেলবে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘ। আর বিপিএল থেকে বিসিএলে নেমে যাওয়ার কথা ঢাকা ওয়ান্ডারার্স ও চট্টগ্রাম আবাহনীর। কিন্তু লিগে দলের সংখ্যা বাড়াতে এবার রেলিগেশন রাখছে না বাফুফে।

ইতিমধ্যেই লিগ টেবিলের ৯ম স্থানে থেকে রেলিগেশন নিশ্চিত হওয়া ঢাকা ওয়ান্ডারার্সকে লিগের জন্য নিবন্ধন ও দল গড়তে চিঠি দিয়েছে বাফুফে। ক্লাবটিও শীগ্রই দল গঠন প্রক্রিয়া শুরু করবে। অবশ্য টেবিলে সবার শেষে থাকা চট্টগ্রাম আবাহনী এখনো কোন চিঠি পায়নি। তবে তারাও বলছে সুযোগ পেলে খেলতে চায় দেশের সর্বোচ্চ স্তরে।

জানা গিয়েছে, ২০২৫-২৬ মৌসুমে ১২ দল নিয়ে লিগ আয়োজনের লক্ষ্য বাফুফের। সে অনুযায়ী রেলিগেশন রাখছে না এবার। তাহলে লিগের ১০ দলের সঙ্গে বিসিএল থেকে যোগ দেবে আর ২ দল। মূলত লিগে ম্যাচের সংখ্যা ও খেলোয়াড়দের খেলার সুযোগ বাড়াতেই এই পথে হাঁটছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

Previous articleসাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ৩০ ফুটবলার ক্যাম্পে, প্রস্তুতি চলছে পিটারের পরিকল্পনায়
Next articleএবারও হচ্ছে না অ-১৮ ও অ-১৬ ফুটবল লিগ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here