বাংলাদেশ চ্যাম্পিশনশীপ লীগ (বিসিএল) ২০২০-২১ এর প্রথম পর্বের খেলা শেষে কোভিড-১৯ এর কারণে আর শুরু করা যায়নি দ্বিতীয় পর্বের খেলা। দেশে চলমান লকডাউনের ফলে খেলা কবে মাঠে গড়াবে তা নিয়ে শঙ্কায় পড়ে যায় ক্লাব ও খেলোয়াড়রা। তবে আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদার লিগ কমিটির এক জরুরী সভায় আগামী ৩১ মে থেকে বিসিএল এর খেলা শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সামনের বর্ষার মৌসুম, ফলে স্বাভাবিক খেলায় সমস্যার সৃষ্টি হতে পারে। তাই প্রতিদিন ২-৩ টি খেলা আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। এছাড়া ২৫ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে বিসিএল এর মধ্যবর্তী দলবদলের সময়সীমা।

কোভিড পরিস্থিতিতে সকল স্বাস্থ্যবিধি মেনেই খেলার আয়োজন করবে বাফুফে। লিগ শুরুর পূর্বে সকল ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তাদের কোভিড টেস্ট করাতে হবে। এছাড়া ২১ দিন পর পর কোভিড টেস্ট হবে বলে জানানো হয়।

যদি লকডাউন অব্যহত থাকে তাহলেও খেলা চলমান রাখতে চায় ফেডারেশন। এই বিষয়ে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘যদি সরকার ঘোষিত লকডাউন চলমান থাকে তবে সকল স্বাস্থ্যবিধি মেনে দর্শকশূন্য মাঠে খেলা অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here