গত বছরের অক্টোবরে চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়া শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের চ্যাম্পিয়ন দল মালেশিয়ার তেরেঙ্গানু এফসি অবশেষে তাদের প্রাপ্য অর্থ পুরস্কার পেতে যাচ্ছে। চট্টগ্রাম আবাহনীর আয়োজনে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার মার্কিন ডলার (প্রায় ৪২ লাখ টাকা) পুরস্কার দেয়া হচ্ছে।

সকল কার্যক্রম শেষ করে বর্তমানে টাকা বাফুফে’র একাউন্টে দেয়া হয়েছে। সোমবারের মধ্যে টাকা তেরেঙ্গানু এফসি’র কাছে পৌঁছে যাবে বলে আশা করেন শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের প্রধান সমন্বয়ক ও চট্টগ্রাম আবাহনীর সহ-সভাপতি তরফদার রুহুল আমিন। এই বিষয়ে তিনি জানান, ‘প্রাইজমানি দেয়ার ব্যাপারে সরকারের কিছু নির্দেশনা মানতে হয়। কেন্দ্রীয় ব্যাংকের কিছু অনুমতির প্রয়োজন রয়েছে। এটা আমরা বাফুফেকে আগে জানিয়েছি। বাফুফে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে জানিয়েছে ৩০ জুন। আমরা ২ জুলাই বাফুফের অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছি। সোমবার হয়তো টাকা পৌঁছে দেবে বাফুফে।’

টাকা পাঠানোর বিষয়ে অনেক ধরনের অনুমতির প্রয়োজন হয়। করোনা পরিস্থিতির কারণে প্রথমদিকে সব বন্ধ থাকায় কাজ দ্রুত এগিয়ে নিতে পারে নি চট্টগ্রাম আবাহনী কর্তৃপক্ষ। এরপর অনুমতিগুলো নিয়েই টাকা পাঠিয়েছে তারা। এই বিষয়ে তরফদার রুহুল আমিন বলেন, ‘আমরা ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছি, ফেডারেশনও গাফলতি করেনি। তারাও আমাদের চিঠি ক্রীড়া মন্ত্রণালয়কে দিয়েছে। এগুলো প্রসেসিং হতে কিছুটা সময় লাগে।’

Previous articleভীষণ আক্ষেপ হয় আসলামের!
Next articleআফগানিস্তানের বিপক্ষে ভেন্যুর সিদ্ধান্ত জুলাই মাসেই!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here