আগামীকাল থেকে জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্ট ২০১৯-২০ এর চূড়ান্ত পর্বের খেলা শুরু হবে। প্রতিযোগীতাটির প্রাথমিক পর্যায়ে খেলা ৫৭টি জেলার ৫৭টি স্কুল ফুটবল দলের অংশগ্রহনে গত মার্চ মাসে সম্পন্ন হয়।

আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিষয়ে বিস্তারিত জানান বাফুফে জাতীয় স্কুল ফুটবল কমিটির চেয়ারম্যান ও বাফুফে কার্যনির্বাহী সদস্য বিজন বড়ুয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বাফুফে সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু নাইম সোহাগ এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংকের হেড অফ কর্পোরেট কমিউনিকেশন এন্ড ব্র্যান্ডিং নায়লা তারান্নুম চৌধুরী।

আগামীকাল (১৮ ডিসেম্বর) বিকাল ৩ টায় ছাগলনাইয়া পাইলট হাই স্কুল, ফেনী ও সূতী ভি.এম পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল এর মধ্যকার খেলা দিয়ে ফাইনাল রাউন্ডের খেলা শুরু হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি জনাব আব্দুস সালাম মুর্শেদী, এমপি। উল্লেখ্য যে, ২০০৮ সাল হতে অদ্যাবদি জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্ট এর ৬ টি আসর অনুষ্ঠিত হয়েছে।

Previous articleপ্রয়াত কিংবদন্তীদের স্মরণে টুর্নামেন্ট!
Next articleদলবদলে বিলম্ব করায় খেলায় অংশগ্রহনের শঙ্কায় ব্রাদার্স!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here