কয়েকদিন ধরেই গুঞ্জন ছিলো ঢাকা আবাহনী ফ্রান্সিসকো তোরেসের পর আরেকজন ব্রাজিলিয়ানকে দলে ভেড়ানোর চেষ্টা করছে। অবশেষে গুঞ্জন সত্য হলো। গতকাল চুক্তি সম্পন্ন হয়েছে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল আগোস্টো সান্তোস ডি সিলভা’র সাথে, যিনি রাফায়েল আগোস্টো নামেই পরিচিত। এতে তোরেস ও বেলফোর্টের পর তৃতীয় বিদেশী নিশ্চিত করলো সর্বোচ্চ বার বাংলাদেশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড।

২৯ বছর বয়সী এই মধ্যমাঠের খেলোয়াড় সর্বশেষ খেলেছেন ভারতের আই এস এলের দল ব্যাঙ্গালোর এফসি তে। এর আগে ছিলেন একই লীগের দল চেন্নাইয়ান এফসি’তে। খেলেছেন ব্রাজিলের ফ্লুমিনেন্সের মতো বড় ক্লাবেও। ডাক পেয়েছিলেন ব্রাজিলের জাতীয় অনুর্ধ্ব ২০ দলে। মূলত পার্শ্ববর্তী দেশে নিজেকে প্রমান করায় আবাহনীর নজরে আসে এই খেলোয়াড়।

দ্রুতই নিজেদের চতুর্থ বিদেশী অর্থাৎ এশিয়ান কোটার খেলোয়াড়টি নিশ্চিত করবে আবাহনী। এই জায়গায় আবাহনীর সাবেক খেলোয়াড় আফগানিস্তানের মাসি সাইঘানির নাম শোনা গেলেও সম্ভাবনা আছে প্যালেস্টাইন অথবা লেবাননের খেলোয়াড় যুক্ত হওয়ার। একজন প্যালেস্টাইন জাতীয় দলের ডিফেন্ডারের সাথে কথাও এগিয়েছে বলে জানা যায়। তবে এদের সাথে শেষ পর্যন্ত চুক্তি না হলে মাসিকেই দেখা যাবে আকাশী নীল জার্সিতে।

Previous articleশেখ জামালে গাম্বিয়ান ফরোয়ার্ড; রহমতগঞ্জেই থাকছেন বাহ
Next articleকাতার ম্যাচ থেকে ছিটকে গেলেন সুশান্ত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here