ইন্দোনেশিয়া জাতীয় ফুটবল দলের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দীর্ঘ সফর শেষে গতকাল বাংলাদেশ সময় দুপুর ১:৩০ টায় ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছে বাংলাদেশ দল।

গতকাল বাংলাদেশ দল কোনো ধরনের অনুশীলন না করলেও আজ নিজেদের জিম সেশন ও অনুশীলন সেরেছে টাইগাররা। আজ ইন্দোনেশিয়ার স্থানীয় সময় সকাল ১১:০০ টা থেকে দুপুর ১২: টা পর্যন্ত জিম ও পুল সেশনে সময় পার করেছে জামাল ভূঁইয়ারা।

পরবর্তীতে বাংলাদেশ দল ইন্দোনেশিয়ার স্থানীয় সময় বিকাল ৫:৩০ টায় ইন্দোনেশিয়ার সি জালাক হারুপাত স্টেডিয়ামে নিজের প্রথম মাঠের অনুশীলন শুরু করে। অনুশীলনের ব্যাপ্তিকাল ইন্দোনেশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা ৭:০০ টা পর্যন্ত। আগামী ১লা জুন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:৩০ টায় ইন্দোনেশিয়া জাতীয় ফুটবল দলের বিপক্ষে ‘ফিফা টায়ার-১’ আন্তজার্তিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। ম্যাচের ভেন্যু হিসেবে ইন্দোনেশিয়ার সি জালাক হারুপাত স্টেডিয়ামকে নির্ধারণ করা হয়েছে।

Previous articleপাইওনিয়ার লিগের জমকালো উদ্বোধন!
Next articleপ্রতি-আক্রমনে মনোযোগ বাংলাদেশের!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here