সকাল থেকেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কিশোর ফুটবলারদের আনাগোনা শুরু। লক্ষ্য একটাই, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে হতে যাওয়া খেলোয়াড় বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহন করা। ফলে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় স্টেডিয়াম এলাকায়।

সাফ অনুর্ধ্ব ১৫ ও ১৬ এবং এএফসি অনুর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশীপের আসন্ন মৌসুমগুলোকে সামনে রেখে বয়সভিত্তিক দল গড়ার লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন দেশজুড়ে আয়োজন করেছে এই ট্রায়াল। সকাল ১১ টায় এই কার্যক্রমটির উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি বলেন,

‘দেশব্যাপী ফেডারেশনের এই কার্যক্রম ধাপে ধাপে চলতে থাকবে। যতদিন নবনির্বাচিত কমিটির কার্যক্রম থাকবে ততদিন এভাবে খেলোয়াড় বাছাইয়ের কাজ অব্যাহত থাকবে। আমাদের ডেভেলপমেন্ট কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, এটা তিন চার বছর ধরে চলতেই থাকবে। যতদিন আমাদের মেয়াদ আছে আশা করি তত দিন এটা চলবে।’

এইদিন ঢাকা ছাড়াও ৮ জেলায় এই ট্রায়াল অনুষ্ঠিত হয়। জেলাগুলো হলো – গোপালগঞ্জ, বান্দরবান, খুলনা, সুনামগঞ্জ, রাজশাহী, রংপুর, বরিশাল ও শেরপুর।

Previous article৭ ফেব্রুয়ারী থেকে চ্যাম্পয়নশীপ লীগ!
Next articleপিছিয়ে পড়েও জয় পেল রহমতগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here