নারী ফুটবল লিগে জামালপুর কাঁচারিপাড়া একাদশকে গোলবন্যায় ভাসিয়েছে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব (এআরবি)। ১৭-০ গোলের বিশাল জয়ে একাই ৭ গোল করেছেন তহুরা খাতুন, ৪ গোল করেছেন মোসাম্মদ সাগরিকা। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে উত্তরা এফসিকে ২-১ গোলে হারিয়েছে সদ্যপুষ্কুরীনি যুব স্পোর্টিং ক্লাব।

কমলাপুরে ম্যাচের শুরু থেকেই জামালপুর কাঁচারিপাড়া একাদশে বিপক্ষে আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে থাকে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। ম্যাচের ৭ম মিনিটে ডেডলক ভাঙেন স্বপ্না রানী। ২৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তহুরা। মিনিট ছয়েক পর জোড়া গোলের সঙ্গে ব্যবধান ৩-০ করেন তহুরা। এরপর ৩৬তম মিনিটে স্কোরশিটে নাম তুলেন সাগরিকা। এর মিনিট দুয়েক পর জালে বল পাঠান সুরভী আকন্দ প্রীতি। এরপর ৪৪তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা। প্রথমার্ধের ইনজুরি সময়ে পর পর দুই মিনিটে দুবার জালে বল পাঠান তহুরা ও প্রীতি। ফলে ৮-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে জয় এআরবি।

বিরতির পর আরো বেশি আগ্রাসী হয়ে উঠে এআরবি। বিরতি থেকে ফিরে ৩ মিনিটের মাথায় নিজের পঞ্চম গোলটি করেন তহুরা। এরপর ৬৫তম মিনিটে স্কোরলাইন দুই অংকে নিয়ে যান কোহাটি কিসকু। মিনিট তিনেক পর আবারো বল জালে পাঠান সাগরিকা। এরপর ৭৪তম, ৭৭তম ও ৭৮তম মিনিটে গোল করেন যথাক্রমে সুরমা জান্নাত, মুনকি আক্তার ও সাগরিকা। এরপর ৮৩তম ও ৮৫তম মিনিটে আরো দুই গোল করে নিজের সপ্তম গোল পূর্ন করেন তহুরা খাতুন। এরপর অতিরিক্ত সময় নিজের চতুর্থ গোলের সঙ্গে দলের ১৭-০ গোলের বিশাল জয় নিশ্চিত করেন সাগরিকা।

এদিকে একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে উত্তরা এফসির বিপক্ষে শেষ মুহূর্তের রোমাঞ্চে ২-১ গোলের জয় পেয়েছে সদ্যপুষ্কুরীনি যুব স্পোর্টিং ক্লাব। ম্যাচের ৬ষ্ঠ মিনিটেই উত্তরা এফসিকে লিড এনে দেন জোসনা। তবে মিনিট ছয়েক পরই সদ্যপুষ্কুরীনিকে সমতায় ফেরান তাসপিয়া। এরপর সমতার দিকে এগোতে থাকা ম্যাচের শেষ দিকে ছড়ায় উত্তেজনা। ম্যাচের ৯০তম মিনিটে মৌসুমী আক্তারের গোলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে সদ্যপুষ্কুরীনি যুব স্পোর্টিং ক্লাব

Previous articleজামালের পক্ষে ফিফা’র রায় ঘোষণা!
Next articleজোড়া ড্রয়ে শুরু বিপিএলের ১৫তম রাউন্ড

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here