নিজের সুদীর্ঘ অভিজ্ঞতা ও ফুটবলীয় মেধা দিয়ে বাংলাদেশের ফুটবলের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ইংলিশ জায়ান্ট চেলসি এবং ঘানা জাতীয় দলের সাবেক পোলিশ কোচ আব্রাহাম গ্রান্ট। মাত্র কয়েকদিনের সফরে যতটা সম্ভব বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ভূমিকা রাখা যায় তার সর্বোচ্চ চেষ্টাই করবেন বলে জানিয়েছেন অভিজ্ঞ এই কোচ।

সেই লক্ষ্যে শুক্রবার কমলাপুরে বাফুফে এলিট একাডেমি পরিদর্শন করেন আব্রাহাম গ্রান্ট। একাডেমির চলমান কার্যক্রম ও সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। এছাড়াও ভবিষ্যতে কিভাবে একাডেমির কার্যক্রম আরো ফলপ্রসূ করা যায় সে বিষয়ে একাডেমি সংশ্লিষ্টদের বেশ কিছু পরামর্শ দেন।

মাত্র ৪ দিনের এই শুভেচ্ছা সফর শেষ করে আগামীকাল সন্ধ্যায় ঢাকা ছাড়বেন পোলিশ এই কোচ।

Previous articleঅ-২৩ এর মূল দলে জুলকারনাইন
Next articleঅন্তর্বর্তীকালীন কোচ থেকে বের হতে চায় বাফুফে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here