বসুন্ধরা কিংসের গোলবারের নিচে আনিসুর রহমান জিকোর প্রত্যবর্তন ঘটলো। মদকান্ডে জড়িয়ে পড়ার কারণে গত অক্টোবরে বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ তাকে নিষিদ্ধ করে। পরবর্তীতে কর্তৃপক্ষ কিছুটা নমনীয় হয়ে শাস্তির মেয়াদ কমালে দুই মাস পর কিংসের জার্সি গায়ে আবারো জিকোর দেখা মিলে।

মালদ্বীপে মাজিয়ার বিপক্ষে এএফসি কাপের ম্যাচ শেষে দেশে ফেরার সময় মদকান্ডে জড়িয়ে পড়ে আনিসুর রহমান জিকো, শেখ মোরসালিন, তপু বর্মনসহ কিংসের মোট পাঁচ ফুটবলার। অনৈতিক কান্ডে জড়িয়ে পড়ার কারণে নিজের দলের খেলোয়াড়দের বিন্দুমাত্র ছাড় দেয় নি। খেলোয়াড়দের আর্থিক জরিমানার পাশাপাশি নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধও করেছে।

মদকান্ডে জড়িয়ে পড়ায় কিংস তাদের দুই অভিজ্ঞ ফুটবলার আনিসুর রহমান জিকোকে ২০২৪ সালে ৩১ শে মার্চ এবং তপু বর্মনকে ২০২৩ সালের ৩১ শে ডিসেম্বর পর্যন্ত নিষিদ্ধ করে। পরবর্তীতে প্লেয়ারদের ক্যারিয়ারের কথা বিবেচনা করে আনিসুর রহমান জিকো এবং তপু বর্মনকে গত ১২ ই ডিসেম্বর কিংসের ক্যাম্পে যোগ দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। ক্যাম্পে যোগ দিলেও এতোদিন মাঠের বাইরে থাকার কারণে দুইজনেরই ফিটনেস ইস্যু ছিলো। এতে করে স্বাধীনতা কাপের নকআউট পর্বে কেউই দলে জায়গা পায় নি। তবে নিজেদের ফিটনেস ইস্যু দূর করার ফলে গত শুক্রবার বিপিএলের প্রথম ম্যাচেই দলে ডাক পায় ডিফেন্ডার তপু বর্মন। তপু বর্মনের পর আজ ফেডারেশন কাপের প্রথম ম্যাচে আনিসুর রহমান জিকোও মূল একাদশে পুনরায় ডাক পেয়েছে।

Previous articleকিংস পাড়ায় বড়দিন উদযাপন!
Next articleচার দলের অংশগ্রহণে ফেব্রুয়ারিতে সাফ অ-১৯ নারী চ্যাম্পিয়নশীপ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here