ফুটবল কোচেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস রুপু। কোচ না হয়েও কোচদের সংগঠনে নির্বাচন করা নিয়ে অবশ্য কম বিতর্ক হয়নি। এর আগের দুই মেয়াদে সংগঠনটির সাধারণ সম্পাদক ছিলেন তিনি। এবার সভাপতি নির্বাচিত হলেন রুপু।

কোচ না হলেও “এএফসি বি” কোচিং লাইসেন্স রয়েছে রুপুর। তার সঙ্গে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবাহনীর গোলরক্ষক কোচ আতিকুর রহমান আতিক। সংগঠনের বৈধ সদস্য সংখ্যা ৪৪ জন, এর মধ্যে ভোট দিয়েছেন ৪০ জন। রুপু এবং আতিক দুজনই সমান ২৯ টা করে ভোট পেয়েছেন।

সভাপতি পদে সত্যজিৎ দাস রুপুর প্রধান প্রতিপক্ষ ছিলেন বসুন্ধরা কিংসের টেকনিক্যাল ডিরেক্টর যোবায়ের আলম বায়েজিদ নিপু। আর সাধারণ সম্পাদক পদে আতিকুর রহমান আতিকের প্রধান প্রতিপক্ষ ছিলেন ওয়ারী ক্লাবের সাধারণ সম্পাদক মহিদুর রহমান মিরাজ। তবে শেষ হাসি হেসেছেন রুপু-আতিক।

Previous article‘এখানে ঘুরে দাঁড়াতে চাই আমরা’
Next articleব্রাদার্সে এলিটা কিংসলে; দিদিয়েরের বিদায়ে কিংসে উদো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here