আজ অনুষ্ঠিত পেশাদার লীগ কমিটির সভা আসন্ন মৌসুম নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রস্তাবনা গুলো চুড়ান্ত হতে নির্বাহী কমিটির অনুমোদন লাগলেও ধরে নেয়া যায় এগুলোই চূড়ান্ত হতে যাচ্ছে। আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত আগামী মাসে আসবে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদার ফুটবল লীগ কমিটি।

পূর্বে কয়েক দফা আলোচনার পর আজকের আলোচনা অনেকটা আশার আলো জালিয়েছে নতুন মৌসুম শুরুর। ২০১৯-২০ মৌসুমের সকল দেশীয় খেলোয়াড় নিজ নিজ ক্লাবে ২০২০-২১ মৌসুমের জন্য পুনরায় রেজিষ্ট্রেশন করবে। কিন্তু ক্লাব ও খেলোয়াড়ের সমঝোতা সাপেক্ষে বাফুফের মাধ্যমে ক্লাব পরিবর্তন করার সুযোগ আছে। গত মৌসুমের খেলোয়াড়দের চুক্তির অবশিষ্ট অর্থ সংশ্লিষ্ট ক্লাব সম্পূর্ণ পরিশোধ করবে এবং আসন্ন নতুন মৌসুমের শুরুতে ক্লাব কর্তৃক ৪১%-৪৫% ভাগ অর্থ খেলোয়াড়গণকে পরিশোধ করতে হবে। তবে ২০১৯-২০ মৌসুমে ক্লাব ও খেলোয়াড়দের সাথে সম্পাদিত চুক্তির উপর ভিত্তি করে নূন্যতম ২৫% অর্থ নতুন মৌসুমের পারিশ্রমিক পরিশোধ করতে হবে।

নতুন মৌসুমে ভেন্যু কমে আসছে তা নিশ্চিত। ঢাকার আসেপাশে ৩-৪ টা ভেন্যুতে খেলা হবে। ভেন্যু হতে পারে ঢাকা, ময়মনসিংহ ও কুমিল্লায়।

তবে আলোচনা ছিলো বিদেশী ফুটবলার নিয়েও। বিদেশিসহ লিগ আয়োজন করা হবে এবং প্রত্যেক ক্লাব চারজন বিদেশি খেলোয়াড় চুক্তিবদ্ধ করতে পারবে। ঐ চারজনই মাঠে একসাথে নামতে পারবে। চার জনের একজন অবশ্যই এশিয়ান হতে হবে।

অক্টোবরের শেষ বা নভেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে ট্রান্সফার উইন্ডো। বিদেশী খেলোয়াড়দের চুক্তির জন্য সময় কিছুটা বেশি দেয়া হবে।

ডিসেম্বরেই মাঠে গড়াতে পারে নতুন মৌসুম।আগামী মাসের প্রথম সপ্তাহে বাফুফে নির্বাহী কমিটির সভায় অনুমোদনের লক্ষ্যে উপস্থাপন করা হবে।

Previous articleআসলাম-মারুফ’রা গড়লেন সমন্বয় পরিষদ
Next articleআনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের কথা জানালেন বাদল রায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here