টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগের ম্যাচে মুখোমুখি হয়েছিল আরামবাগ ক্রীড়া সংঘ ও উত্তর বারিধারা ক্লাব। ৮ গোলের ম্যাচ শেষ পর্যন্ত সমতায় শেষ হয়।

ম্যাচের ১৩ মিনিটে চিজোবার গোলে এগিয়ে যায় আরামবাগ। তার ঠিক ২ মিনিট পরই বারিধারাকে সমতায় ফেরায় আরিফ হোসেন। তবে প্রথমার্ধের ২৩ ও ৪০ মিনিটে সাদিক এডামস ও নিহাত জামানের গোলে ৩-১ এগিয়ে শক্ত অবস্থানে থেকে বিরতিতে যায় আরামবাগ ক্রীড়া সংঘ।

তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই চমক উপহার দেয় বারিধারা। ৫২ থেকে ৫৮ এই ছয় মিনিটের মধ্যে ৩ গোল করে বারিধারা। প্রথম দুটি গোল করেন অধিনায়ক সুজন রেজা। আর পরের গোলটি আসে সুজন বিশ্বাসের পা থেকে। ৪-৩ এগিয়ে জয়ের স্বপ্ন দেখতে থাকা বারিধারা গোল হজম করে বসে ম্যাচের ৮০ মিনিটে। আরামবাগের মিশরীয় ডিফেন্ডার মাহমুদ সায়েদুল গোল করে ৪-৪ সমতা নিয়ে আসেন। এরপর আর কোনো গোল না হলে ড্র তে সন্তুষ্ট থাকে দু’দল।

৯ ম্যাচ শেষে এখনো টেবিলের তলানিতেই রইলো আরামবাগ অন্য দিকে সমান ম্যাচে এটি বারিধারার ৬ষ্ঠ ড্র। ৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের ১১ নাম্বারে।

Previous articleসাইফের পেনাল্টি মিসে কিংসের জয়!
Next articleআবারো পয়েন্ট হারালো আবাহনী!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here