ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের পাঁচবারের অধিনায়ক, দেশের ফুটবল অঙ্গনে  ‘মোহামেডানের জহির ভাই’ হিসেবে পরিচিত তারকা ফুটবলার জহিরুল হক আজ শনিবার সকালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার ছেলে-মেয়ে রেখে গেছেন। আজ মিরপুরের বাসার পাশে মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

৫০ ও ৬০ দশকে নামী ফুটবলার ছিলেন জহিরুল হক। তিনি ঢাকা মোহামেডানের জার্সিতে খেলেছেন ১৯৬০ থেকে ১৯৭৬ পর্যন্ত। পূর্ব পাকিস্তান থেকে ১৯৫৭ থেকে ১৯৬০ সাল পর্যন্ত খেলেছেন পাকিস্তানের জাতীয় দলে। ১৯৬৪ সালে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির বর্ষসেরা ফুটবলার হন। ২০০১ সালে পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার। তার মৃত্যুতে পতাকা অর্ধনমিত রাখবে মোহামেডান।

১৯৭৬ সালে ফুটবল থেকে অবসর নেন জহির। খেলা ছাড়ার পর মোহামেডান ও ক্রীড়াঙ্গনের সঙ্গে সেভাবে যুক্ত ছিলেন না। পরিবার ও ব্যবসা নিয়ে ব্যস্ত থাকা জহির গত কয়েক বছর বেশ অসুস্থ অবস্থায় কাটিয়েছেন। শারিরীক নানা জটিলতা এবং বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ।

Previous articleফুটবল অঙ্গনের প্রার্থীদের জয়ের সম্ভাবনা কতটুকু?
Next articleনির্বাচনী লড়াইয়ে ফুটবল অঙ্গনের বিজয়ী-বিজিতরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here