দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০২২-২৩ মৌসুম। আর মাত্র ১ দিন আর ৩ ম্যাচ পরই পর্দা নামবে এবারের লিগের। তার আগে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে নিজ নিজ ম্যাচে জয় তুলে নিয়েছে রানার্স আপ ঢাকা আবাহনী লিমিটেড ও নবাগত ফর্টিস এফসি। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা এএফসি উত্তরার বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে মারিও লেমোস শিষ্যরা। ম্যাচের ৭০তম মিনিটে জয়সূচক গোলটি করেছেন আবাহনীর অধিনায়ক নাবিব নেওয়াজ জীবন। এই জয়ে ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করলো আকাশী-নীল জার্সিধারীরা। ম্যাচ শেষে আবাহনীকে আনুষ্ঠানিকভাবে রানার্স আপ ট্রফি তুলে দেওয়া হয়।

এদিকে দিনের আরেক ম্যাচে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ফর্টিস এফসি। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ৬৮তম মিনিটে আফগান ফরোয়ার্ড আমিরুদ্দিন শারিফির গোলে লিড নেয় ফর্টিস। এরপর ৭২তম মিনিটে বদলি নামা ফরোয়ার্ড জাহেদুল আলম ব্যবধান দ্বিগুণ করেন। আর নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে জয়নাল আবেদিন দীপুর দুর্দান্ত গোলে ৩-০ গোলের বড় জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে মাসুদ পারভেজ কায়সার শিষ্যরা। এই জয়ে ২০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ৭ম স্থানে উঠে এসেছে ফর্টিস। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ স্থানে শেখ জামাল। আগামীকাল চট্টগ্রাম আবাহনী-পুলিশ এফসি, মোহামেডান-রহমতগঞ্জ ও শেখ রাসেল-মুক্তিযোদ্ধা ম্যাচ দিয়ে পর্দা নামবে এবারের ২০২২-২৩ মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগের।

Previous articleফিফা র‍্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ!
Next articleবয়সভিত্তিক সাফের দুই টুর্নামেন্টেই বাংলাদেশের গ্রুপে ভারত!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here