অবশেষে বহু সময় পর নিজেদের অবস্থানের উন্নতি করতে পেরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ সদ্যঘোষিত ফিফার র‍্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়ে ১৯২ থেকে ১৮৯ স্থানে এসেছে বাংলাদেশ।

বাংলাদেশের দলের র‍্যাংকিং উন্নতির পেছনে আছে সাফ চ্যাম্পিয়ন্সশীপ । সাফ চ্যাম্পিয়ন্সশীপের এবারে আসরে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের লেবানন কাছেভ হারলেও মালদ্বীপ ও ভুটানকে হারিয়েছে বাংলাদেশ,একযুগেরও বেশী সময় পর জায়গা করে নিয়েছিলো সেমিফাইনালে। অবশ্য সেমিফাইনালে কুয়েতের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছিলো বাংলাদেশ।

সাফের সাফল্যের কারণে ৩ ধাপ এগিয়ে এসেছে বাংলাদেশ। পূর্বের ফিফা র‍্যাংকিংয়ে ২৮৯.৫ রেটিং পয়েন্ট নিয়ে ১৯২ তম স্থানে ছিলো বাংলাদেশ, বর্তমানে ২৯২.৪৪ রেটিং পয়েন্ট নিয়ে ৩ ধাপ এগিয়ে ১৮৯ তম স্থানে অবস্থান করছে লাল সবুজের দল।

এছাড়া ফিফা র‍্যাংকিং অনুযায়ী দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে সবার আগে আছে ভারত। সদ্য সাফ চ্যাম্পিয়ন্সশীপ জয় করেছে তারা। বর্তমানে তারা ফিফা র‍্যাংকিংয়ের ৯৯ তম স্থানে আছে। দক্ষিণ এশিয়াতে দ্বিতীয়তে আছে মালদ্বীপ তাদের অবস্থান ১৫৫ তম। এরপরেই আছে একে একে আফগানিস্তান, নেপাল এবং ভুটান। তাদের ফিফা র‍্যাংকিং যথাক্রমে ১৫৭, ১৭৫ এবং ১৮৫। এদের পরেই ১৮৯ তে আছে বাংলাদেশ। বাংলাদেশের পরে আছে দক্ষিণ এশিয়ার বাকি দুই দল পাকিস্তান ও শ্রীলঙ্কা। তাদের ফিফা র‍্যাংকিং হলো ২০১ এবং ২০৪ তম।

Previous articleএশিয়ান গেমসে নারী ফুটবল দলের কোচ সাইফুল বারী টিটু!
Next articleজয় দিয়েই মৌসুম শেষ করলো ঢাকা আবাহনী ও ফর্টিস এফসি!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here