দীর্ঘ কয়েক সপ্তাহের ছুটি কাটিয়ে নিজের ডেরায় ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ার ক্যাবররা। গত ১৯ শে এপ্রিল বাংলাদেশে ফেরেন তিনি। বর্তমানে বাংলাদেশের কোনো ম্যাচ না থাকা মূলত জুনের ফিফা উইন্ডো নিয়ে কাজ করে চলেছেন ক্যাবররা।

কোচিংয়ে ক্যাবররা বর্তমান সময় তেমন একটা আশানুরূপ না। ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে গত মার্চে ফিলিস্তিনের বিপক্ষে দুইটি ম্যাচে অংশ নেয়।  উক্ত দুই ম্যাচের দুইটিতেই হেরেছে জামালরা।  এরপর এই দুই ম্যাচের জের ধরেই ক্যাবররার সমালোচনা করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তবে তাতে নেতিবাচক কিছু চোখে পড়ে নি ক্যাবররার। তিনি বলেন,

তিনি ফেডারেশনের সভাপতি। তার সমালোচনার এখতিয়ার রয়েছে। আমি সেটি ইতিবাচক হিসেবেই দেখি, সব সময় শেখার ও উন্নতির জায়গা থাকে।

মার্চের ফিফা উইন্ডোর আগে যথেষ্ট সময় পেলেও জুনের ফিফা উইন্ডোতে দলের জন্য তেমন একটা সময় পাবে না দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ার ক্যাবররা। কারণ বিপিএল শেষ হবে আগামী ২৯ মে শে। বিপিএল শেষ হওয়ার পর খেলোয়াড়েরা জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পারবে। তাই হাত থাকবে গুটিকয়েক দিন। এই প্রসঙ্গে ক্যাবররা বলেন,

আমরা মার্চ অনেক দিন এক সঙ্গে ছিলাম। এই উইন্ডোতে বেশি সময় না পেলেও সমস্যা হবে না।

এছাড়া তিনি আরো বলেন,

অস্ট্রেলিয়া ম্যাচের আগে ৪-৫ সেশনের বেশি অনুশীলন করানো যাবে না। ৬ জুন ম্যাচ খেলে পরের দিনই কাতারে রওনা দেয়ার পরিকল্পনা আমার। এটি অবশ্য জাতীয় দল কমিটিই চূড়ান্ত করবে।

গত মার্চের ফিফা উইন্ডোতে ইঞ্জুরির কারণে তারিক কাজী ও মুরসালিন দলে ছিলেন না। তবে ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরছে শেখ মুরসালিন। কিংসের হয়ে ম্যাচও খেলেছেন তিনি। তাই মুরসালিনের জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখেন ক্যাবররা। তিনি বলেন,

মোরসালিন খেলছে এটা আমাদের জন্য ইতিবাচক দিক। নতুন কেউ আসতে পারে দলে, আমরা সবার উপরই নজর রাখছি।

Previous articleনারী লিগে উত্তরা এফসিকে হারালো ফরাশগঞ্জ!
Next articleজামালপুর কাচারিপাড়া একাদশকে গোল বন্যায় ভাসিয়ে দিলো নাসরিন স্পোর্টস একাডেমি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here