ঘরোয়া লীগে ভালো মানের খেলোয়াড় ঘাটতি আছে এমনটা অভিযোগ সবসময়ই শোনা গিয়েছে। মানসম্মত ফুটবলারের অভাব বাংলাদেশের ফুটবলে অনেকদিন ধরেই রয়েছে। তবে জাতীয় দল ও ঢাকা আবাহনীর ডিফেন্ডার নাসির উদ্দিন চৌধুরি মনে করেন নিয়মিত ভালোভাবে জেলা লীগগুলো আয়োজন করলে এই সংকট কাটিয়ে উঠা সম্ভব।

নাসির উদ্দিন মনে করেন বর্তমান সময়ে যেভাবে জেলা লীগ আগের তুলনায় বেশি হচ্ছে সেই অনুযায়ী হতে থাকলে ভালো মানের কিছু ফুটবলার বেড়িয়ে আসবে। নিয়মিত লীগ আয়োজনের দিকেই নজর দিতে বলছেন বাংলাদেশের অন্যতম সেরা এই ডিফেন্ডার। এই বিষয়ে বলতে তিনি নিজের জেলা চট্টগ্রামের উদাহরন দিয়েছেন। তিনি বলেন, ‘চট্টগ্রাম ডিএফএ (জেলা ফুটবল অ্যাসোসিয়েশন) প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ও অন্যান্য লিগে চালিয়ে যাওয়ায় চট্টগ্রামের অনেক ফুটবলার জাতীয় দলসহ বয়সভিত্তিক দলে খেলার সুযোগ পাচ্ছে। আমি আশা করি দেশের অন্য ৬৩ জেলা বা ডিএফএ একই উদ্যোগ নেবে।’

এই প্রক্রিয়ায় দেশের ফুটবল তথা জাতীয় দল উপকৃত হবে বলে তিনি মনে করেন, ‘নিজ নিজ জেলায় প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ লিগ শুরু হলে আমরা আরও খেলোয়াড় পাবো। এখান থেকে উঠে আসবে ভালো খেলায়াড়। দিনশেষে জাতীয় দল এবং আমাদের ফুটবল উপকৃত হবে।’

Previous articleকিংসে যুক্ত হতে পারেন ব্রাজিলিয়ান রবসন রবিনহো
Next articleবাফুফে’র কোচিং লাইসেন্স সার্টিফিকেট প্রদান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here