বসুন্ধরা কিংসের এএফসি কাপ ২০২১ এর যাত্রার দ্বিতীয় ম্যাচ আজ। গ্রুপ ডি এর গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ সময় বিকাল ৫ টায় টায় মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে তারা মুখোমুখি হবে ভারতের ব্যাঙ্গালুরু এফসি এর বিপক্ষে।

ইতিমধ্যে স্বাগতিক মাজিয়া স্পোর্টসের সাথে ২-০ গোলে প্রথম ম্যাচ জিতে নিজেদের কাজ কিছুটা এগিয়ে রেখেছে কিংস। তবে গ্রুপের সেরা হতে প্রতিটা ম্যাচে জয়ের বিকল্প ভাবার উপায় নেই। গ্রুপে আছে শক্তিশালী এটিকে মোহন বাগান। নিজেরা একটি ম্যাচ হাতছাড়া করলে ফেরার সুযোগ থাকে ক্ষীণ। তাই দিনের প্রথম ম্যাচটা জিতে নিজেদের আরো একধাপ এগিয়ে নিতে চাইবে বসুন্ধরা কিংস। অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচের দিকেও তাকিয়ে থাকবে বাংলাদেশের ফুটবল প্রেমীরা। মাজিয়া যেকোনভাবে এটিকে মোহন বাগান থেকে পয়েন্ট ছিনিয়ে নিলে তা হবে সোনায় সোহাগা।

ভারত ও বাংলাদেশের ফুটবলে আর্জেন্টিনা ব্রাজিলের মতোই একটি প্রতিদ্বন্দ্বীতা সৃষ্টি হয়েছে। মাঠের খেলায় যাই হোক, দুই দেশের সমর্থকরা একে অপরকে ছেড়ে কথা বলেন না। আভাসটা ইতিমধ্যে পেয়ে গেছেন বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফুটবল ম্যাজিশিয়ান রবসন রবিনহো। সাথে এটিও জানান আজকে ম্যাচটি সহজ হবে না। অফসাইডকে তিনি বলেন,

‘আমি জানি ভারত এবং বাংলাদেশের ফুটবলে বর্তমানে ব্রাজিল এবং আর্জেন্টিনার মত প্রতিদ্বন্দ্বীতা সৃষ্টি হয়েছে। এটি(ব্যাঙ্গালুরু ম্যাচ) গত খেলার মতো একটি কঠিন ম্যাচ হবে, তবে দলীয়ভাবে আমরা বিশ্বাসী যে আমরা আরেকটি ভালো খেলা উপহার দিতে পারবো।’

কিংস কোচ অস্কার ব্রুজন আজকের ম্যাচে কাজে লাগাতে চাচ্ছেন ব্যাঙ্গালুরুর মানসিক চাপকে। ইতিমধ্যে প্রথম ম্যাচে পরাজিত হওয়ায় মানসিকভাবে কিছুটা হলেও পিছিয়ে তারা। টুর্নামেন্টে ভালোভাবে টিকে থাকতে তাদের জয়ের বিকল্প নেই। অস্কার বলেন,

‘আজকের ম্যাচটি অবশ্যই কঠিন। তবে আমরা তাদের মানসিক চাপের সুযোগ নেওয়ার চেষ্টা করব, যেহেতু শেষ ম্যাচের আগে টুর্নামেন্টে তাদের টিকে থাকতে আজ জিততেই হবে।’

সব মিলিয়ে বাস্তবিক অর্থে গ্রুপ সেরা হতে কিংসেরও জয়ের বিকল্প নেই। আজ বসুন্ধরা ও মোহন বাগান দুই দলই নিজ নিজ ম্যাচে জিতলে, শেষ ম্যাচটিই হবে  নির্ধারণী ম্যাচ। তাই নিজেদের সম্ভাবনা টিকিয়ে রাখতে আজ জয়ের বিকল্প ভাবছে না বসুন্ধরা কিংস।

Previous articleজমজমাট ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করলো মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী
Next articleড্র করে সম্ভাবনা কঠিন করলো বসুন্ধরা কিংস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here