টেকনিক্যাল বিভাগে কৌশলগত উন্নতির জন্য বাংলাদেশের সব কিছু বিবেচনা করে নতুন উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নিজেদের ট্যাকনিক্যাল বিভাগে নতুন কিছু পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

বাংলাদেশের সাবেক ট্যাকনিক্যাল ডিরেক্টর পল স্মলিকে আবার ফিরিয়ে আনছে বাফুফে। তাকে কেন্দ্র করে নতুনত্বের এই সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। এই বিভাগটি নিয়ে আশাবাদী সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি বলেছেন, ‘আমরা অনেক বেশি আনন্দিত এই কারনে যে পল আবার ফিরে আসছে ফেডারেশনে। পল একজন অভিজ্ঞ এবং আধুনিক টেকনিক্যাল ডিরেক্টর। এর আগে সে আমাদের সাথে দারুন সময় কাটিয়েছেন। জাতীয় দলের জন্য পল স্মলি আবারো জেমি ডের এর সহায়তায় কাজ করবেন।’

বাফুফে এরই মধ্যে কিছু পরিকল্পনা করে ফেলেছে। ট্যাকনিক্যাল ডিরেক্ট পল স্মলি থাকবেন এই বিভাগের প্রধান। তার অধীনে কাজ করবেন অন্যরা। বয়সভিত্তিক দল, নারী ফুটবল দল, এলিট ইয়ুথ ডেভেলপমেন্ট এদের নিয়ে কাজ করবে তারা। এছাড়াও কোচদের প্রশিক্ষন এবং তৃনমূল পর্যায়ের ফুটবল নিয়েও কাজ করবে এই বিভাগটি। বাংলাদেশের সাবেক মিডফিল্ডার মোস্তফা পারভেজ বর্তমানে বাফুফের বয়সভিত্তিক দলের দায়িত্বে আছেন। তিনি এলিট ইয়ুথ ডেভেলপমেন্টে নিয়ে কাজ করবেন। সাবেক খেলোয়াড় মাহবুর আলম পাওলো থাকবেন আধুনিক যুব উন্নয়ন কোচ হিসেবে। এছাড়া আরো কিছু কোচ বিভিন্ন দায়িত্বে থাকবেন।

বাফুফের সাধারন সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, ‘এএফসি ও ফিফার সহায়তায় বাফুফে এখন বাংলাদেশের ফুটবলের সবক্ষেত্রে গঠনমূলক উন্নয়নের দিকে গুরুত্ব দেবে। বহুমুখী টেকনিক্যাল বিভাগ তৈরির মাধ্যমে সংশ্লিষ্টরা অনেক বেশি কাজ করার সুযোগ পাবে । ফলে ফুটবলের উন্নয়নে সত্যিকার সুযোগ তৈরি হবে।’

Previous articleযথা সময়ে লীগ শুরুর আহ্বান ফুটবলারদের
Next articleবিদায় নিলেন বাফুফে একাডেমির কোচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here