এএফসি কাপ ২০২১ এর ডি গ্রুপের খেলা নিয়ে সংশয় যেন কাটছেই না। শুরু হতে হতেও পিছিয়ে যায় খেলা। তবে এবার আর খেলা পেছাতে চায় না এশিয়ান ফুটবল কনফেডারেশন(এএফসি)। ঘোষণা করা হয়েছে নতুন সূচী।

এএফসি’র দেয়া নতুন সূচী অনুযায়ী ১৮ আগস্ট শুরু হবে বাংলাদেশের প্রতিনিধি বসুন্ধরা  কিংসের এএফসি কাপ মিশন। এরপর ২১ আগস্ট প্লে অফ বিজয়ী দলের বিপক্ষে লড়বে তারা। সবশেষে ভারতের এটিকে মোহনবাগানের বিপক্ষে ২৪ আগস্ট গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে অস্কার ব্রুজনের শিষ্যরা।

এদিকে নতুন সূচী হওয়ায় স্বাগতিক হওয়ার চেষ্টা করবে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস। ৫ জুনের ভিতরই আবেদন করবে তারা। এই বিষয়ে বসুন্ধরা কিংসের মার্কেটিং ও মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক অফসাইডকে জানান,

‘আমরা এখনো আবেদন করিনি স্বাগতিক হবার জন্য। ৫ তারিখ পর্যন্ত শেষ সময়, আমরা তার ভেতরেই করবো আবেদন।’

আয়োজক হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাই করবে বসুন্ধরা কিংস। ভেন্যু হতে পারে ঢাকা অথবা সিলেট। শায়েক বলেন,

‘এবার আমরা সর্বোচ্চ চেস্টা করবো স্বাগতিক হবার। সব কিছু বিচার বিশ্লেষণ চলছে। যেমন মাঠ,ফ্লাডলাইট, ড্রেসিংরুম,হোটেল অর্থাৎ এএফসির ক্রাইটেরিয়া যেগুলা কম আছে সেগুলো ঠিকভাবে জেনেই আমরা আবেদন করবো। যাতে কোন ত্রুটি না থাকে। ঢাকা অথবা সিলেটের জন্যই আমরা আবেদন করবো।

Previous articleনারী লিগে আতাউর রহমান ও কাঁচিঝুলির সহজ জয়!
Next articleজয় পেয়েছে স্বাধীনতা সংঘ ও ঢাকা ওয়ান্ডার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here