চলমান নারী ফুটবল লিগ থেকে বহিষ্কৃত করা হয়েছে ময়মনসিংহের দল কাঁচিঝুলি স্পোর্টিং ক্লাবকে। লিগের দ্বিতীয় পর্বের তিনটি খেলায় অংশ না নেয়ার তাদের বিরুদ্ধে কঠোর এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি।

লিগের দ্বিতীয় পর্বের শুরু দিন ক্লাবটি মাঠে আসলেও করোনা রিপোর্ট জমা দিতে না পারায় তাদের খেলায় অংশ নিতে দেয়নি ফেডারেশন। নাসরিন একাডেমির বিরুদ্ধে ঐ ম্যাচে অশংগ্রহন না করতে পারা কাঁচিঝুলি ক্লাব নিজেদের পরবর্তী দুই ম্যাচ বসুন্ধরা কিংস ও আতাউর রহমান ভুঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলতেই আসেনি।

প্রথম দিকে কারণ নোটিশ দিলেও তিন ম্যাচ অনুপস্থিত থাকার তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয় বাফুফে’র ডিসিপ্লিনারি কমিটি। চলমান লিগ থেকে বহিষ্কার করা হয়েছে ক্লাবটিকে। দলটি লিগে আর না থাকায় সূচী অনুযায়ী দ্বিতীয় পর্বে তাদের বিপক্ষের প্রতিটি দলকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Previous articleলকডাউনেও চলবে প্রিমিয়ার ও চ্যাম্পিয়নশীপ লিগের খেলা
Next articleআবাহনী ডার্বিতে জয়ী ঢাকা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here