কাল থেকে মাঠে গড়াবে ইউসিবি মহিলা ফুটবল লিগ ২০২৩-২৪। এবারের লিগে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবহিনী ফুটবল ক্লাব, আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, উত্তরা ফুটবল ক্লাব, ঢাকা রেঞ্জার্স এফসি, সিরাজ স্মৃতি সংসদ, জামালপুর কাচারিপাড়া একাদশ, নাসরিন স্পোর্টস একাডেমি ও সদ্য পুস্করনী যুব স্পোর্টিং ক্লাব।

এবারের লিগে বসুন্ধরা না থাকলেও নাসরিন একাডেমিতে ঠাঁই হয়েছে সাবিনা-সানজিদাদের। শিরোপা প্রত্যাশী দলটি সবচেয়ে শক্তিশালী। এরপরই রয়েছে আতাউর রহমান কলেজ ও আর্মি স্পোর্টস ক্লাব।

আসন্ন লিগে সবচেয়ে তারকাখচিত দল নাসরিন স্পোর্টস একাডেমী। দলটির অধিনায়ক সাবিনা খাতুন শিরোপার প্রত্যাশা করলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগের কথাই বলেছেনন, ‘আমরা অবশ্যই শিরোপার জন্য খেলব। তবে আতাউর রহমানে জাতীয় দলের কয়েকজন, আর্মি দলে বয়স ভিত্তিক দলের অনেকে রয়েছে। এবারের লিগটি ভালো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হবে।’

আতাউর রহমান ভূইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তহুরা খাতুন নিজেদের সেরাটাই দিতে চান, ‘আমরা নিজেদের স্বাভাবিক খেলা খেলে ভালো কিছু করতে চাই।’

Previous article‘আমাদের টাকা নেই’
Next articleদেশের লাইভ ফুটবল (শনিবার, ২৭ এপ্রিল ২০২৪)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here