গতকাল (শনিবার) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের মনোনয়ন পত্র বিক্রি শুরু হয়েছে। এতে করে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হলো গতকাল। প্রথম দিনে সহসভাপতি পদে দুজন ও সদস্য পদে তিনজন মনোনয়নপত্র কিনেছেন। এদের পাঁচ জনেই কেউই বর্তমান সভাপতি সালাউদ্দিনের প্যানেলে নেই।
সহ-সভাপতি পদে মনোনয়নপত্র কেনা দুজন বর্তমান নির্বাহী কমিটির সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি ও তাবিথ আউয়াল। তবে যে তিনজন সদস্য পদে মনোনয়নপত্র কিনেছেন তারা সবাই নতুন। ব্রাদার্স ইউনিয়নের ফুটবল ম্যানেজার আমের খান, নোফেল স্পোর্টিং ক্লাবের সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন ও রহমতগঞ্জের সাবেক সাধারণ সম্পাদক হাজি মো. টিপু সুলতান সদস্য পদের জন্য মনোনয়নপত্র কিনেছেন।
৩ই অক্টোবর অনুষ্ঠিতব্য বাফুফের নির্বাচনের মনোনয়নপত্র শনিবার পর্যন্ত বিক্রিয় করা হবে।আসন্ন নির্বচনে সভাপতি পদের মনোনয়নপত্রের মূল্য ১ লাখ, সিনিয়র সহ-সভাপতি পদের মনোনয়নপত্রের মূল্য ৭৫ হাজার টাকা, সহ-সভাপতি পদের মনোনয়নপত্রের মূল্য ৫০ হাজার টাকা এবং সদস্য পদের মনোনয়নপত্রের মূল্য ২৫ হাজার টাকা।
Previous articleনির্বাচন পেছানোর আবেদন বাদল রায়ের!
Next articleনির্বাচন পেছানোর আবেদন করেছে বিডিডিএফএ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here