ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হওয়ায় এবারের এএফসি কাপের প্লে অফ খেলার কথা ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের। তবে ক্লাব লাইসেন্স না থাকায় সে সুযোগ হারিয়েছে সাদা-কালোরা। তাদের জায়গায় লিগে দ্বিতীয় হওয়া ঢাকা আবাহনী সুযোগ পেয়েছে এএফসি কাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার। এএফসি কাপে মালদ্বীপের ক্লাব ঈগলসের বিপক্ষে আকাশী-নীলদের প্লে অফ ম্যাচ নির্ধারিত ছিল আগামী ১৫ আগস্ট। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বাধিক সংখ্যক চ্যাম্পিয়নদের সেই ম্যাচটি একদিন পিছিয়ে ১৬ আগস্ট পুনঃনির্ধারিত হয়েছে। তারিখ পরিবর্তন হলেও সময় ও ভেন্যু অপরিবর্তিত রয়েছে। সিলেট জেলা স্টেডিয়ামে আগামী ১৬ আগস্ট দুপুর ৩টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। ফ্লাডলাইট না থাকায় এবং নক আউট ম্যাচ হওয়ার কারণে অতিরিক্ত সময় ও টাইব্রেকারের কথা বিবেচনায় নিয়ে সময় ঠিক করেছে এই ম্যাচের স্বাগতিক ঢাকা আবাহনী।

এদিকে বাংলাদেশের মতো একদিন পিছিয়ে ভারতেও এএফসি কাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামাল। ১৫ আগস্ট শেখ কামালের প্রয়াণ দিবসে আবাহনী ঘরোয়া পর্যায়ের কোনো খেলায় সেদিন অংশগ্রহণ করে না। এবার আন্তর্জাতিক ম্যাচ পড়ে যায় ক্লাবের শোকের দিন। অন্যদিকে এএফসি কাপে ১৫ আগস্ট খেলা ছিল ভারতের ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টের, প্রতিপক্ষ নেপাল ও ভুটানের চ্যাম্পিয়ন দলের মধ্যকার বিজয়ী দল। কিন্তু সেদিন আবার ভারতের স্বাধীনতা দিবস। তাই ভারত এবং বাংলাদেশ উভয় দেশের স্বাগতিক ক্লাবের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং প্রতিপক্ষ ক্লাবগুলোর সম্মতিতে ম্যাচ দুটি একদিন পিছিয়েছে। ম্যাচ দুটি পেছানো নিশ্চিত করে নতুন সময়সূচি ফেডারেশনগুলোকে জানিয়ে দিয়েছে এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসি।

Previous articleসেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে যারা
Next articleসেপ্টেম্বরে বাংলাদেশ-আফগানিস্তান’র মুখোমুখি লড়াই!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here