আগামী ৫ই অক্টোবর থেকে ৯ই অক্টোবর পর্যন্ত চলমান ‘এএফসি অ-১৭ এশিয়ান কাপ ২০২৩’র বাছাইপর্বের গ্রুপ ‘ই’-র খেলার আয়োজনে আয়োজকের দেশের ভূমিকায় রয়েছে বাংলাদেশ। উক্ত টুর্ণামেন্ট উপলক্ষে আজ ২৯ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৩:০০ টায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’র পার্ল রুমে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মধ্যে ‘Hospitality Partnership’ চুক্তির অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-র সভাপতি জনাব কাজী সালাউদ্দিন, বাফুফের সহ-সভাপতি জনাব আতাউর রহমান ভূঁইয়া মানিক, বাফুফের সাধারণ সম্পাদক জনাব মোঃ আবু নাইম সোহাগ এবং ফেডারেশনের সদস্য জনাব ইমতিয়াজ হামিদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সার্ভিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ আতিকুর রহমান, কোম্পানি সেক্রেটারি জনাব এস এম তরিকুল ইসলাম, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-র ইনচার্জ হোটেল অপারেশন জনাব রেজওয়ান মারুফ ও ডাইরেক্টর অব ফিন্যান্স এন্ড বিজনেস সাপোর্ট জনান কামাল হোসেন মোর্শেদ।

আগামী ৫ ই অক্টোবর থেকে মাঠে গড়াবে ‘এএফসি অ-১৭ এশিয়ান কাপ ২০২৩’ এর কোয়ালিফায়ার্স রাউন্ডের গ্রুপ ‘ই’-এর খেলা। টুর্ণামেন্টের ভেন্যু হিসেবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামকে নির্ধারণ করা হয়েছে। গ্রুপ ‘ই’-তে বাংলাদেশসহ রয়েছে সর্বোমোট ৪ টি দল। স্বাগতিক বাংলাদেশ দল ছাড়া গ্রুপের অন্য দলগুলো হলো ইয়েমেন, সিঙ্গাপুর এবং ভুটান অ-১৭ ফুটবল দল। আগামী ৫ ই অক্টোবর সিঙ্গাপুর অ-১৭ ফুটবল দলের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাইপর্বের মিশন শুরু করবে বাংলাদেশ অ-১৭ ফুটবল দল।

Previous articleসমাপ্তির পথে বাংলাদেশ-ক্যাবররা অধ্যায়
Next articleমাঠে গড়ানোর অপেক্ষায় বাংলাদেশের ঘরোয়া ফুটবল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here